এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) হতে পারে আরও একটি বড় দল বদল। একজন বিদেশী ফুটবলার দল পাল্টাতে পারেন। হাই প্রোফাইল এই খেলোয়াড় এক সময় ধারাবাহিকভাবে খেলেছেন লা লিগায়। ইন্ডিয়ান সুপার লিগে অপর এক বিদেশীর জায়গায় নিয়ে আসা হতে পারে তাকে।
শোনা যাচ্ছে, দল পাল্টাতে পারেন ভিক্টর রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে ফুটবল ক্লাব গোয়ার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত বলে মনে করা হচ্ছে। স্পেনের ক্লাব এলচে থেকে এসেছিলেন ভারতের ক্লাব ওড়িশা এফসিতে। সৈকত নগরীর ক্লাবের হয়ে মাঠে নেমে নিজের জাত চিনিয়েছেন ভিক্টর। ওড়িশার হয়ে প্রায় ১৪ টি ম্যাচে মাঠে নেমেছিলেন।
এফসি গোয়াকে বিদায় জানিয়েছেন দলের প্রাণ ভোমরা Iker Guarrotxena। তার বদলে ওড়িশা থেকে গোয়ায় নিয়ে আসা হতে পারে ভিক্টর রদ্রিগেজকে। ইকের ভারতে মাত্র একটি মরসুমের জন্য খেলেছিলেন। জাত চেনালেন মাঠে নামার পর থেকে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যা গোল করেছেন সেটা হয়তো অনেক স্ট্রাইকার কিংবা ফরোয়ার্ডের ক্ষেত্রেও করা সম্ভব হয় না। সব মিলিয়ে ৩০ বছর বয়সী এই ফুটবলার হয়ে উঠেছিলেন ফ্যান ফেভারিট।
এফসি গোয়ার হয়ে ২০২২-২৩ মরসুমে খেলেছিলেন প্রায় ২০ টি ম্যাচে, করেছিলেন দশটির বেশি গোল। শুধু ইকেরের খেলা নয়, মানুষ হিসেবেও সমান জনপ্রিয় হয়ে উঠেছিলেন স্পেনের এই ফুটবলার। মাঠে এবং মাঠের বাইরে ক্রমে হয়ে উঠেছিলেন সমর্থকদের প্রিয় পাত্র। তার দল ছাড়ার সিদ্ধান্তে অনেকেরই হয়তো মন খারাপ হবে। আপাতত ভারতের কোনো ক্লাবে খেলার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি ফিরে যাচ্ছেন স্পেনে।