Transfer Window: নয়া ফুটবল সিজনেও সার্জিও লোবেরার উপর ভরসা রেখেছে ওডিশা এফসি। আইএসএলের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে জগন্নাথ ধামের এই ফুটবল ক্লাব। গত বছর সুপার কাপের ফাইনালে উঠেও শেষ রক্ষা করতে পারেনি এই ফুটবল দল। তাঁদের পরাজিত করেছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল। সেই সমস্ত ধাক্কা ভুলে চলতি মরসুমে সাফল্য পেতে মরিয়া আহমেদ জাহুরা। বর্তমানে ১৬ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করে আইএসএলের লিগ টেবিলের সপ্তম স্থানে নেমেছে ওডিশা এফসি। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সকলেই।
আসলে ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করার পর ডিসেম্বরের শেষ ম্যাচে তাঁদের আটকে যেতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। তারপর থেকে এখনও পর্যন্ত জয় পায়নি এই ফুটবল ক্লাব। হারতে হয়েছে টানা তিনটি ম্যাচ। এফসি গোয়া থেকে শুরু করে চেন্নাইয়িন এফসি হোক কিংবা কেরালা ব্লাস্টার্স। দিয়াগো মাউরিসিওদের আটকে দিয়েছে সকলেই। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই। দিন কয়েক পরেই অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে ওডিশা এফসি। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সকলের।
এসবের মাঝেই উঠে আসলো এক নয়া তথ্য। এবার নিজেদের দলের এক ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তিনি পল রামফাংজাউভা। বছর কয়েক আগেই আইজল এফসি থেকে ওডিশার যুবদলে যোগদান করেছিলেন এই ভারতীয় ফুটবলার। পরবর্তীতে তাঁর পারফরম্যান্সের ভিত্তিতে প্রমোট করা হয় সিনিয়র দলে। বলাবাহুল্য, বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ওডিশার সুপার কাপ জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফুটবলার। কিন্তু চলতি মরসুমে খুব একটা সুযোগ পাচ্ছিলেন না এই তারকা।
যারফলে এবার তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট। কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেইকথা জানানো হয় ক্লাবের তরফে। উল্লেখ্য, এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলের মধ্যে একাধিক বদল করার পরিকল্পনা ছিল তাঁদের। সেইমতো এগোচ্ছে আইএসএলের এই ফুটবল দল।