Transfer Window: রহিম আলিকে পেতে চাইছে আইএসএলের দুই ক্লাব

Transfer Window: জুলাই মাসের শেষের দিকে ডুরান্ড কাপের মধ্য দিয়ে শুরু হবে নতুন সিজন। তার আগে ঘর গোছাতে ব্যস্ত প্রত্যেকটি ফুটবল ক্লাব। আইএসএল জয়ী মুম্বাই…

rahim ali

Transfer Window: জুলাই মাসের শেষের দিকে ডুরান্ড কাপের মধ্য দিয়ে শুরু হবে নতুন সিজন। তার আগে ঘর গোছাতে ব্যস্ত প্রত্যেকটি ফুটবল ক্লাব। আইএসএল জয়ী মুম্বাই থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস হোক কিংবা ইমামি ইস্টবেঙ্গল।নিজেদের মতো করে শক্তিশালী দল তৈরি করার লক্ষ্য প্রত্যেকের। পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যান্য দল গুলি।

Advertisements

দক্ষিণের অন্যতম দুই শক্তিশালী ক্লাব তথা কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইন এফসির পাশাপাশি ওডিশার মতো দল ও রয়েছে এই আসরে। বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের দিকে ও অধিক নজর রয়েছে সকলের।

Advertisements

এক্ষেত্রে চেন্নাইন এফসির ফরোয়ার্ড রহিম আলির দিকেও নজর গিয়ে পড়েছে টুর্নামেন্টের দুই ফুটবল ক্লাবের। যাদের মধ্যে রয়েছে শক্তিশালী ওডিশা এফসির পাশাপাশি নয়া দল পাঞ্জাব এফসি। উল্লেখ্য, গত কয়েক মরশুম ধরেই একজন দেশীয় ফরোয়ার্ডের অভাব ভুগিয়েছে ওডিশাকে। গোল তুলে নেওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিও এবং রয় কৃষ্ণা।

এবার ভারতীয় তারকা হিসেবে নাকি তাকে পেতে চাইছে সার্জিও লোবেরার ওডিশা। অন্যদিকে, তাকে দলে নেওয়ার ভাবনা রয়েছে ভার্জেটিসের পাঞ্জাবের। কিন্তু আদৌ কোথায় যাবেন এই ফুটবলার, তা এখনো চূড়ান্ত হয়নি।

হিসেব অনুযায়ী চলতি মাসের মধ্যেই চেন্নাইন এফসির সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে রহিম আলির। যদিও তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। তবে নতুন সিজনের জন্য সবকিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে চান এই তরুণ ফরোয়ার্ড।