চলতি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) বিরাট চমক দিতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) এই ক্লাব। এই মুহূর্তে আইএসএলে বিধ্বংসী মেজাজে থাকা মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) ফুটবলার কে তুলে নিতে চলেছে তারা। এই মুহুর্তে বাকিংহামের নেতৃত্বে দুরন্ত ফুটবল খেলছে মুম্বাই সিটি এফসি।
তাদের এই ভালো ফুটবল খেলার অন্যতম ভালো কারণ স্বদেশী এবং বিদেশী, সব ফুটবলাররা ভালো খেলছে। যেমন তাদের প্রথম একাদশ, তেমন তাদের রিজার্ভ বেঞ্চ। দলের প্রতিভার ছড়াছড়ি তাই বেশ কিছু ফুটবলার যারা প্রথম একাদশে খেলার সুযোগ পান না। মুম্বাই দলের এরকম’ই এক ফুটবলারকে নিতে মরিয়া এখন নর্থইস্ট ইউনাইটেড।
মুম্বাইয়ের তিরিশ বছর বয়সী ভারতের রাইট উইংয়ের ফুটবলার জ্যাকিচাঁদ সিংকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। আইএসএলের ৯৩ টা ম্যাচ খেলে ১২ টা গোল এবং ১২ টা অ্যাসিস্ট করেছেন তিনি। বিরাট ইউটিলিটি ফুটবলার তিনি। ৩১ মে,২০২৩ সাল অবধি জ্যাকিচাঁদের মুম্বাই সিটি এফসির সাথে চুক্তি আছে।
তাকে লোন ডিলে মুম্বাই সিটি এফসি থেকে নিয়ে আসতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড। পরবর্তী সময়ে পুরোপুরি ভাবে তাকে ক্লাবে নেওয়ার পরিকল্পনা আছে এই পাহাড়ি ক্লাবের। ইস্টবেঙ্গল,জামশেদপুর,কেরালা ব্লাস্টার্স এবং এফসি গোয়ার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার।