Transfer Window: বড় দল পেলেন মোহন বাগানে খেলা আরও এক ফুটবলার

Kean Lewis, Former Mohun Bagan Player

ট্রান্সফার উইন্ডোকে (Transfer Window) কাজে লাগাচ্ছে প্রায় সব দল। ইন্ডিয়ান সুপার লীগের দলগুলোর পাশাপাশি আই লীগে খেলা দলগুলোও নিজেদের স্কোয়াড সাজিয়ে নিতে ব্যস্ত। এরই মধ্যে নতুন দল পেলেন কিন লুইস। ভারতীয় ফুটবলে প্রবেশ করার পর একাধিক খেতাব জয় করেছেন ইতিমধ্যে।

কিন লুইসের সিনিয়র ফুটবল কেরিয়ারের শুরুর দিকটা কেটেছিল বিদেশে। বিদেশি ফুটবল ঘরানার সঙ্গে ক্রমে মানিয়ে নিয়েছিলেন। পরে এসেছিলেন ভারতে, মোহন বাগানের হাত ধরে। ভারতের মাটিতে পা রাখার পর থেকে নিজের জাত চিনিয়েছেন। কিন লুইসের বল রিসিভ এবং ফার্স্ট টাচ ছিল চোখে পড়ার মতো। পরে যোগ্য ফুটবলার হিসেবে সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়া সুপার লীগে।

   

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতীয় ফুটবলে নতুন দল পেয়েছেন কিন লুইস। আসন্ন মরসুমে তাকে দেখা যেতে পারে শ্রীনিডি ডেকানের জার্সিতে। বিগত তিনটি মরসুমেও খেলেছেন আই লীগের একাধিক ক্লাবে। সম্প্রতি সময়ে সবথেকে বেশি ম্যাচ খেলেছিলেন কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। আই লীগ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। মহামেডান স্পোর্টিং ছাড়া বিগত কয়েক বছরে খেলেছেন সুদেভা দিল্লি, রাউন্ডগ্লাস পাঞ্জাবের মতো ক্লাবে।

২০১৫-১৬ মরসুমের আই লীগে খেলেছিলেন মোহন বাগানের হয়ে। পরের মরসুমে সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লীগে। বাগান থেকে লোনে গিয়েছিলেন দিল্লি ডায়নামসে। সেখানেও ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছিলেন মাঠে। পরে আবার ফিরেছিলেন সবুজ মেরুন শিবিরে। তারপরের দুই মরসুম আবার ইন্ডিয়ান সুপার লীগে। পুনে সিটি এবং বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছিলেন বেশ কিছু ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন