Transfer window: নতুন বিদেশি ফুটবলার আসতে চলেছে কলকাতায়

ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) আরও একবার মিলতে পারে বড় রকমের চমক। আরও একবার আলোচনায় উঠে এসেছে কলকাতা। তবে এবার অবশ্য মোহন বাগান সুপার জায়ান্ট নয়,…

evgeniy kozlov

ট্রান্সফার উইন্ডোতে (Transfer window) আরও একবার মিলতে পারে বড় রকমের চমক। আরও একবার আলোচনায় উঠে এসেছে কলকাতা। তবে এবার অবশ্য মোহন বাগান সুপার জায়ান্ট নয়, চমক দিতে চলেছে কলকাতার অন্য এক প্রধান ক্লাব।

মঙ্গলবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, রাশিয়ার অনূর্ধ্ব ২১ দলে খেলা এক ফুটবলারকে দেখা যাবে কলকাতার ক্লাবের জার্সিতে। ট্রান্সফার মার্কেট ওয়েব সাইট অনুযায়ী এই বিদেশি ফুটবলারের বাজার মূল্য ভারতীয় বাজারে ২ কোটি টাকার কিছু বেশি। মূলত আক্রমণ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন একাধিক দেশ ঘোরা এই খেলোয়াড়।

প্রাপ্ত খবর অনুযায়ী, Evgeniy Kozlov নামের এই রাশিয়ান ফুটবলারকে দলে চূড়ান্ত করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্ভবত ফ্রি ফুটবলার হিসেবে যোগ দিচ্ছেন কলকাতার ক্লাবে। ২৮ বছর বয়সী কজলভ খেলেন উইংয়ের দিকে। ডান ও বাম উভয় প্রান্তেই খেলতে পারেন Evgeniy Kozlov। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় কিছু জানানো হয়নি।

Advertisements

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Evgeny Kozlov 🇷🇺 (@evgeny.95)

এবার আই লীগ জিততে মরীয়া রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অভিজ্ঞ রাশিয়ান কোচকে। মরসুমের শুরু থেকে ভালো ফর্মে রয়েছে ক্লাব। এগারো ম্যাচ পর এখনও আই লীগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে দল। ১১ ম্যাচে পেয়েছে ২৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরের থেকে সাত পয়েন্ট এগিয়ে সাদা কালো ব্রিগেড। এখনও পর্যন্ত চলতি আই লীগের একটি ম্যাচেও হারেনি মহামেডান স্পোর্টিং। জিতেছে আটটি ও তিনটি ম্যাচ ড্র হয়েছে।