ডেম্পোতে যোগ দিতে চলেছেন লাল-হলুদের এই প্রাক্তন তারকা

Transfer Window: শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক বদল আনতে মরিয়া দেশের ফুটবল ক্লাব গুলি। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ফুটবল…

juan mera

Transfer Window: শীতকালীন ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক বদল আনতে মরিয়া দেশের ফুটবল ক্লাব গুলি। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ফুটবল ক্লাব গুলি। গত কয়েক সপ্তাহে একাধিক দেশি ও বিদেশি ফুটবলার বদল করেছেন নিজেদের ক্লাব। যা নিয়ে সরগরম দল বদলের বাজার। এক্ষেত্রে বেশ কয়েকবার উঠে এসেছে কলকাতা ময়দানের দুই প্রধা তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গলের নাম। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ আগেই ভেনেজুয়েলার এক তারকা ফরোয়ার্ডকে দলে সই করিয়েছে লাল-হলুদ ব্রিগেড।

   

বর্তমানে যার পারফরম্যান্স নজর কেড়েছে সমর্থকদের। তবে সেখানেই শেষ নয়। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও কয়েকজন ফুটবলারের নাম ঘোষণা করতে পারে মশাল ব্রিগেড। তবে এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে জুয়ান মেয়ার নাম। বলাবাহুল্য, একটা সময় স্পেনের এসডি লোইয়া থেকে ইস্টবেঙ্গলে যোগদান করেছিলেন এই স্প্যানিশ তারকা। সময় এগোনোর সাথে সাথেই সেই সময় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন জুয়ান। কিন্তু পরবর্তীতে আর তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট।

পরবর্তীতে নিজের দেশে ফিরে গেলেও একটু মরসুম শেষেই ফের চলে আসেন ভারতে। যোগদান করেন নেরোকা এফসিতে। মরসুম শেষে যোগাযোগ করেছিলেন পাঞ্জাব এফসিতে। গত ২০২৩ মরসুমে সেই দলের হয়ে আইলিগ জিতে ছিলেন এই স্প্যানিশ তারকা। এরপর চার্চিল ব্রাদার্সে যোগদান। সেই দলের হয়ে খেলেছিলেন মোট ৫টি ম্যাচ। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিল না ম্যানেজমেন্ট। যারফলে তাঁকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় গোয়ার এই ফুটবল ক্লাব। এই নয়া উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁর প্রতি আগ্ৰহ দেখাতে শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব।

কিন্তু শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে দেয় ডেম্পো স্পোর্টস ক্লাব। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই তাঁর যোগদানের কথা ঘোষণা করতে পারে আইলিগের এই ফুটবল ক্লাব।