Transfer Window: কলকাতায় ফের ‘ জাপানি বোম্বার ‘

Japanese Bomber' Katsumi Yusa in Kolkata

Transfer Window:’জাপানি বোম্বার ‘ কিংবা ‘ ফুকুশিমা বোম্বার ‘। কলকাতায় মানুষ তাকে চেনেন বিভিন্ন নামে। হোসে রামিয়েজ ব্যারেটোর কেরিয়ারের সায়াহ্নে মোহনবাগানের প্রাণ ভ্রমরা হয়ে উঠেছিল কাতসুমি ইউসা। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি কিংবদন্তি তুল্য। সেই কাতসুমি ফের আসছেন কলকাতায়। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বাগান জনতার মধ্যে পড়ে গিয়েছে আলোড়ন।

মঙ্গলবার বেলা থেকে ময়দানে গুঞ্জন, কলকাতায় আসছেন কাতসুমি ইউসা। ঘুরে যাবেন সবুজ মেরুন তাঁবু থেকে। আগামী মাসের ১৮-১৯ তারিখে কলকাতায় আসতে পারেন তিনি। এক মাসেরও বেশি সময় এখনও বাকি। ইতিমধ্যে মোহন জনতার মধ্যে উৎসাহ উঠতে শুরু করেছে চরমে।

   

যারা ময়দানের খেলা দীর্ঘ দিন ধরে ফলো করছেন তাদের এই জাপানি ফুটবলার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার দৌড় এখনও হয়তো ভাসে অনেকের চোখের সামনে। ইউসা এখনও ফুটবল খেলেন। তবে কেরিয়ারের সবথেকে স্মরণীয় কিছু মুহূর্ত বোধহয় কাটিয়েছেন মোহনবাগানে।

পরে ইস্টবেঙ্গলের হয়েও কিছু ম্যাচ খেলেছিলেন। ইন্ডিয়ান সুপার লীগেও খেলেছিলেন, নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে। বাগানের হয়ে অংশ নিয়েছিলেন একশোটির বেশি ম্যাচে। করেছিলেন প্রচুর গোল। গোল করানোর পিছনে রেখেছিলেন অবদান। ২০১৪-১৬, এই দুটি মরসুম মোহনবাগান সমর্থকরা হয়তো কোনো দিন ভুলবেন না। সত্যি, একখানা দল বানিয়েছিল বটে মোহনবাগান! আই লীগ, ফেডারেশন কাপ জয়ের মুহূর্ত যেন এখনও চোখের সামনে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন