Transfer Window: মশালবাহিনী হাতছাড়া নিখিল, ছিনিয়ে নিল বেঙ্গালুরু

Nikhil Poojary

গতকাল শেষ হয়ে গিয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer Window)। যেটিকে সামনে রেখে নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল লাল-হলুদ। সেইমতো বিদেশি ফুটবলারদের পাশাপাশি প্রতিপক্ষের ঘর ভেঙেও নিজেদের ঘর গোছাতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে সবার আগে উঠে আসতে শুরু করেছিল হায়দরাবাদ এফসির তরুণ তারকা হিতেশ শর্মা ও নিখিল পূজারীর নাম।

Advertisements

একটা সময় শোনা যাচ্ছিল যে, আইএসএল জয়ী ক্লাব হায়দরাবাদ এফসি থেকে ফুটবলার এনে নিজেদের প্রথম একাদশ তৈরি করার পরিকল্পনা নিচ্ছেন কার্লোস কুয়াদ্রাত। কিন্তু বাঁধ সাথে সার্জিও লোবেরার ওডিশা। সকলকে পিছনে ফেলে হিমেশ শর্মাকে টেনে নেয় এই দল। তবুও হায়দরাবাদ থেকে নিখিল পূজারীকে নিতে মরিয়া ছিল দল। কিন্তু শেষ পর্যন্ত তা ও সম্ভব হলনা।

পূর্বেই এই ভারতীয় তরুনকে দলে টানতে অলআউট ঝাঁপিয়েছিল মুম্বাইসিটি এফসি থেকে শুরু করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মতো ক্লাব। কথাবার্তা ও নাকি এগিয়েছিল অনেকটা দূর। যারফলে, কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। তবুও নিখিলকে নিতে মরিয়া চেষ্টা করেও শেষ পর্যন্ত ডাহা ফেল করে গেল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব‌।

Advertisements

আসলে সুপার কাপ জয়ের আনন্দে গা ভাসাতে গিয়ে বর্তমানে নাজেহাল দশা দেখা দিয়েছে তাদের। দলের হেডকোচ কার্লোস কুয়াদ্রাত বিদেশি ফুটবলারদের নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখালেও দেশীয় ফুটবলারদের চূড়ান্ত করতে কার্যত চূড়ান্ত অসফল থাকল লাল-হলুদ ম্যানেজমেন্ট।

যারফলে, সুযোগ বুঝে বাজিমাত করে গেল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। এখান সেটাই নতুন ঠিকানা এই ভারতীয় ডিফেন্ডারের। হায়দরাবাদ দলের জার্সিতে এবছর মরশুম শুরু করলেও এবার বেঙ্গালুরু এফসির জার্সিতে বাকি মরশুম খেলতে দেখা যাবে তাকে।