Transfer window: আসন্ন জানুয়ারি মাসের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন কোন ফুটবলার কে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল,অথবা কাদের টার্গেট করেছে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ফুটবলারের নাম জড়িয়েছে লাল হলুদ ব্রিগেডের সাথে।
ইন্ডিয়ান সুপার লিগে চলতি মরশুমেও খারাপ পারফরম্যান্স অব্যাহত ইস্টবেঙ্গলের। দল নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে সমর্থকদের। এমন একটা কঠিন পরিস্থিতর মধ্যে কয়েকটি ফুটবলারকে দলে নেওয়ার পরিকল্পনা স্পষ্ট করেছে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।
এর আগে সাংবাদিক সম্মেলনে লাল-হলুদ কোচ স্বীকার করে নিয়েছিলেন দলে বেশ কিছু ফুটবলারকে বদল করার প্রয়োজন আছে।বেশ কিছু বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করে ফেলেছেন কনস্টানটাইন এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এর থেকে বেশি এব্যাপারে কিছুই এখনও জানা যায়নি। কারণ যে মানের ফুটবলার তিনি চাইছেন সেই ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনায় বসতে হবে ।এর অন্যতম কারণ বিরাট আর্থিক দিকটা।
ইতিমধ্যে চোট পেয়ে ছিটকে গেছেন সার্থক গোলুই, তার বিকল্প হিসেবে লেফট ব্যাক পজিশনে আছেন অঙ্কিত মুখার্জি। কিন্তু অঙ্কিত চোট পেলে তার পরিবর্ত হিসেবে কে ? সেটা এখনও স্পষ্ট নয়। তাই দলে আরেকজন লেফট ব্যাক পজিশনের ফুটবলার চাইছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।
এক্ষেত্রে ইস্টবেঙ্গলের পছন্দের ফুটবলার এফসি গোয়ার গামা। গত মরসুমে এফসি গোয়ার হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন গামা।কিন্তু চলতি মরসুমে তেমন ভাবে সুযোগ পাচ্ছেন না তিনি।খেলেছেন দুটো ম্যাচ,গেমটাইম পেয়েছেন ২৬ মিনিট।করেছেন একটি অ্যাসিস্ট।
গেমটাইম না পাওয়ায় গামা এখন আর থাকতে চাইছেন না গোয়ায়।এফসি গোয়ার হয়ে ৬৭ টা ম্যাচ খেলেছিলেন গামা।সেখানে দুটো গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি।এমন একজন অভিজ্ঞ ফুটবলারকে এবার দলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড।