Transfer window: নাওরেমকে নিয়ে বিরাট পদক্ষেপ নিল ইস্টবেঙ্গল

ফুটবলার নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh) অসাধারণ পারফরম্যান্স দিচ্ছেন। এদিকে বর্তমানে জোর কদমে জারি আছে ইন্ডিয়ান সুপার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো (Transfer window

Naorem Mahesh Singh

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে ২৩ বছর বয়সী ভারতের সেন্ট্রাল মিডফিল্ডের ফুটবলার নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh) অসাধারণ পারফরম্যান্স দিচ্ছেন। এদিকে বর্তমানে জোর কদমে জারি আছে ইন্ডিয়ান সুপার লিগের জানুয়ারি ট্রান্সফার উইন্ডো (Transfer window)।

Advertisements

এই সময় সব দল চায় অন‍্য দল থেকে প্রয়োজন মাফিক ফুটবলার তুলে নিয়ে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করতে।বর্তমানে যা পারফরম্যান্স দিচ্ছেন নাওরেম মহেশ সিং, সেই অনুযায়ী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে অন‍্যান‍্য দল গুলোর একটা বিরাট চাহিদা থাকবে সেটাই স্বাভাবিক।
সম্প্রতি শোনা গেছিলো নাওরেমকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিলো এটিকে মোহনবাগান দল।

বিজ্ঞাপন

এমন সময় সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নাওরেম সাফ জানিয়েছেন তিনি ইস্টবেঙ্গলেই থাকতে চান। কারণ এই মুহূর্তে নাওরেম গেম টাইম পাওয়ার জন্য ইস্টবেঙ্গল দলকে একদম তার জন্যে আদর্শ দল মনে করছেন। ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব‍্যান উঠলেই নাওরেমের সাথে তিন বছরের চুক্তি করবে ক্লাব কর্তৃপক্ষ।