Transfer window: এলিয়ান্দ্রোকে বিদায় জানিয়ে দুই আইএসএল কাঁপানো ফুটবলার আনছে ইস্টবেঙ্গল

Eleandro

জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window) শুরুর আগেই প্রায় কনফার্ম হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) থেকে একপ্রকার বিদায় নিশ্চিত ব্রাজিলিয়ান ফুটবলার এলিয়ান্দ্রোর (Eleandro)। এখন জানা যাচ্ছে এলিয়ান্দ্রোকে ছেড়ে দিতে মোটা অংকের টাকা গুনতে হবে ইস্টবেঙ্গলকে।

এলিয়ান্দ্রোকে ছেড়ে দেওয়ার পর থেকে এখন বড়ো প্রশ্ন হলো তার বদলে কাকে নিতে চলেছে লাল হলুদ ব্রিগেড। ইতিমধ্যে বিভিন্ন সূত্রের মারফত জানা গেছে ইস্টবেঙ্গল ক্লাব একজন নতুন বিদেশি ফুটবলারকে কনফার্ম করে নিয়েছে।আক্রমণ ভাগের সেই বিদেশি ফুটবলার একজন ব্রিটিশ ফুটবলার কে নিচ্ছে ইস্টবেঙ্গল,এমনটাই জানা গিয়েছে।

   

এছাড়া জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আরো দুই ভারতীয় ফুটবলারকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল।তারা ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন ক্লাবে খেলেন।কিন্তু বর্তমানে পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না।তাই তারা বর্তমান ক্লাব ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন, এমনটাই জানা গিয়েছে।যতো দুর জানা গিয়েছে ওই দুই ফুটবলারের সাথে কথাবার্তা কনফার্ম হয়ে গেছে ইস্টবেঙ্গলের।যেকোনো মুহূর্তে এই দুই ফুটবলারের সাথে চুক্তি হওয়ার খবর আসতে পারে প্রকাশ‍্যে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন