এই মিজো মিডফিল্ডারকে দলে সই করাল চানমারি এফসি

নতুন সিজনের জন্য অনেক আগে থেকেই দল সাজাতে শুরু করে দিয়েছিল দেশের প্রত্যেকটি ফুটবল ক্লাব। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার পর থেকেই…

Chanmari FC Signs Mizo Midfielder Lalpekhlua 'Peka'

নতুন সিজনের জন্য অনেক আগে থেকেই দল সাজাতে শুরু করে দিয়েছিল দেশের প্রত্যেকটি ফুটবল ক্লাব। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer window) খোলার পর থেকেই আরও সক্রিয়তা বাড়াতে থাকে প্রত্যেকে। আইএসএল হোক কিংবা আইলিগ‌। প্রত্যেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছানোর কাজে হাত দেয়।দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ইতিমধ্যেই দল গঠন করে নিলেও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে অন্যান্য দল গুলির।

সেক্ষেত্রে এবার সক্রিয়তা দেখাতে শুরু করেছে চানমারি এফসি। বলাবাহুল্য,‌ গত মরসুমে যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল মিজোরামের এই ফুটবল দলের। বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা ডায়মন্ড হারবার এফসির সঙ্গে পাল্লা দিয়েই ফুটবল খেলতে দেখা গিয়েছিল এই দলকে। পরবর্তীতে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয় ডিভিশন আইলিগ চ্যাম্পিয়ন হলে রানার্স হওয়ার সুবাদে দ্বিতীয় দল হিসেবে প্রথম ডিভিশন আইলিগে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে চানমারি ফুটবল দল। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য। এবার দেশের এই দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর এই নতুন দল।

   

সেইমতো এবার বছর আঠেরোর এক ভারতীয় মিডফিল্ডারকে দলে টেনে নিল চানমারি এফসি।‌ তিনি লালপেখলুয়া ওরফে পেকা। একটা সময় সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে অর্থাৎ ২০২৩ মরসুমে খেলেছিলেন সেই ফুটবল দলের জার্সিতে‌। পরবর্তীতে যোগদান করেছিলেন দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নাইয়িন এফসিতে। সেখানে যুব দলের হয়েই খেলেছিলেন প্রথম মরসুম। কিন্তু সেখানেই শেষ নয়। পরবর্তীতে ভারতীয় ফুটবল দলের জার্সিতে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল মিজোরামের এই ফুটবলারের।

Advertisements

অনূর্ধ্ব ১৭ দলের হয়ে খেলেছিলেন দশটির ও বেশি ম্যাচ। যার মধ্যে তিনটির ও বেশি গোল ছিল পেকার। এবার তাঁকেই দলে টেনেছে মিজোরামের এই ফুটবল দল। নতুন সিজনে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।