স্পেনে শীতকালীন ট্রান্সফার উইন্ডো (Transfer Window) খোলার আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি। তার আগে জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোর জন্য রিয়াল মাদ্রিদের (Real Madrid) পরিকল্পনা নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা চলছে। ডেভিড আলাবার চোটের কারণে আরও একটি সেন্টার ব্যাক প্রয়োজন। ট্রান্সফার উইন্ডো খোলার পর মাদ্রিদ এই জায়গা ভরাট করার চেষ্টা করবে বলে অনেকের অনুমান।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের সঙ্গে তরুণ খেলোয়াড় গনকালো ইনাসিও দল বদলের জল্পনায় যুক্ত হয়েছেন। ২২ বছর বয়সী স্পোর্টিং সিপি ডিফেন্ডার আলাবার আদর্শ বিকল্প হতে পারেন বলে অনেকে মনে করছেন। কারণ তিনি বাঁ পায়ের এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী উত্তরসূরি হিসাবেও দেখা যেতে পারে। বিভিন্ন রিপোর্ট দাবি করছে, কয়েক মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে পাওয়া যেতে পারে।
Liverpool are in advanced talks to sign Goncalo Inacio. Official bid has been submitted for £37m guaranteed fee plus add-ons. 🚨🇵🇹 #LFC
Arsenal had green light on player side, but no decision on bid to Sporting Lisboa.
Matip's injury made Liverpool accelerate negotiations pic.twitter.com/9nGAgRdNHx
— Fabrizio Romano (@FabrizioRoban) December 28, 2023
তবে রিয়াল মাদ্রিদ ছাড়াও ইংল্যান্ডের বড় দুই দল লিভারপুল ও আর্সেনাল ইনকিওতে চুক্তিবদ্ধ হওয়ার দৌড়ে রয়েছে বলে জানিয়েছে মার্কা। জানুয়ারিতে তিনটি ক্লাবের যে কোনো একটি উদীয়মান এই ফুটবলারকে দলে নিতে পারে।
আশা করা হচ্ছে, রিয়াল মাদ্রিদ আগামী ট্রান্সফার উইন্ডোতে তরুণ সেন্টার-ব্যাককে চুক্তিবদ্ধ করার চেষ্টা করবে। এটাও দেখার বিষয় হবে যে আদৌ জানুয়ারি ২০২৪ এ এই দল বদল হয় কি না। নাহলে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটবল প্রেমীদের।