Transfer Window: চেন্নাইন দলে যোগ দেওয়ার পথে এই ব্রিটিশ তারকা ফুটবলার

Jamshedpur FC ,captain, Peter Hartley, Football

Transfer Window: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ক্লাব। তবে এবার শেষ মুহূর্তের চমক দিতে মরিয়া সমস্ত ক্লাব। গত কয়েকদিন আগেই আর্মান্দো সাদিকু ও জেসন কামিন্সকে সই করিয়ে সকলকে চমকে দিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস।

তার আগে আহমেদ জাহু ও মুর্তাজা ফল কে দলে টেনে সকলকে চমকে দিয়েছিল সার্জিও লোবেরার ওডিশা। তবে খুব একটা পিছিয়ে নেই অভিষেক বচ্চনের চেন্নাইন এফসি। দুই-একদিন আগেই সুইডেন ফার্নান্দেজকে দলে টেনে চমক দিয়েছিল চেন্নাইন। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে ব্রিটিশ তারকা ফুটবলার পিটার হার্টলের নাম।

   

বিশেষ সূত্র মারফত, গত কয়েকদিন ধরেই তার সঙ্গে নাকি কথাবার্তা শুরু করেছিল চেন্নাইন ম্যানেজমেন্ট। বর্তমানে সময়ে দাঁড়িয়ে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে সেই আলোচনা। যারফলে, সব ঠিকঠাক থাকলে ফের হিরো ইন্ডিয়ান সুপার লিগে ফিরতে পারেন এই তারকা ফুটবলার। উল্লেখ্য, বছর কয়েক আগে জামশেদপুর এফসির জার্সিতে হিরো আইএসএলে খেলতে দেখা গিয়েছিল পিটার হার্টলেকে।

তবে পরবর্তীতে এই লিগ শিল্ড জয়ী দল থেকে রিলিজ নিয়ে নেন এই ব্রিটিশ ডিফেন্ডার। সেই সময় শোনা গিয়েছিল, যে এবার হয়ত লাল-হলুদ শিবিরে যোগদান করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডে নিজের পুরোনো ক্লাব হার্টেলপুলে ফিরে যান এই অভিজ্ঞ ফুটবলার।

তবে বর্তমানে সেই দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে এই ব্রিটিশ ডিফেন্ডারের। তাই যতদূর জানা যাচ্ছে, নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে ফের ভারতে কামব্যাক করতে পারেন হার্টলে। পূর্বে জামশেদপুর দলের জার্সিতে রক্ষন সামাল দেওয়ার পাশাপাশি ৬ টি গোল ও রয়েছে এই ব্রিটিশ তারকার। সেজন্য তাকে নিতে যথেষ্ট আগ্ৰহ প্রকাশ করেছে চেন্নাই। তাছাড়া গত কয়েকদিন আগেই জামশেদপুর দলের প্রাক্তন কোচ ওয়েন কোয়েল ফিরে এসেছেন চেন্নাইনে। তাই পুরোনো গুরুর কাছে ফিরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন