Transfer window: জল্পনার অবসান ঘটিয়ে এই ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan draw against Mumbai City FC

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে আর হাতে গোনা কয়েক দিন বাকি। উইন্ডো ক্লোজের আগে সমর্থকদের একটি বিরাট চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম‍্যানেজমেন্ট। ইতিমধ্যে আগামী মরশুমে পোক্ত দল গঠন করার উদ্দেশ্যে লেগে রয়েছে সবুজ মেরুন শিবির।

ইতিমধ্যে আমরা জেনেছি ২৩ বছর বয়সী ভারতের লেফট উইংয়ের ফুটবলার নংডংবা নাওরেমকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান। সেই সময় আমরা জেনেছিলাম নাওরেম যেহেতু বর্তমানে এফসি গোয়া দলের সদস্য, তাই তিনি তার বর্তমান ক্লাবের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে যোগ দিতে চলেছে সবুজ-মেরুন শিবিরে।

   

Nongdamba Naorem

বর্তমানে চোটাক্রান্ত নাওরেম,তাই এফসি গোয়ার হয়ে খুব বেশি একটা ম‍্যাচ খেলার সুযোগ পাননি। এর আগেও এটিকে মোহনবাগান দল শুভ ঘোষের সাথে সোয়াপ ডিলে নাওরেম কে নিয়েছিলো। নংডংবা কি এই মরশুমে যোগ দেবেন, এরকম প্রশ্নের উদ্বেগ হয়েছিল সকল সবুজ মেরুন ভক্তদের মনে। তাদের সকল জল্পনার অবসান ঘটালো এফসি গোয়া।

সংশ্লিষ্ট ক্লাবের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে তারা নাওরেমকে ছেড়ে দিচ্ছে। এর মানে নাওরেমের এবার এটিকে মোহনবাগানে যোগদান করাটা খালি সময়ের অপেক্ষা মাত্র। এই মুহূর্তে এটিকে মোহনবাগান শিবিরে আশিক কুরুনিয়ানের কোনও প্রপার ব‍্যাক আপ ফুটবলার নেই, তাই এক্ষেত্রে নংডংবা নাওরেম আসায় যে খানিকটা শক্তিশালী হলো সবুজ মেরুন শিবির, সে কথা বলাই যায়।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে নাওরেমের মতো একজন অত্যন্ত ভালো মানের ফুটবলার কে দলে নিয়ে যে বিশেষ লাভবান হলো সবুজ মেরুন শিবির সে কথা বলার আর বিশেষ অপেক্ষা রাখেনা।আপামর সবুজ মেরূন ভক্তরা এখন মুখিয়ে আছে নাওরেম কে সবুজ মেরুন জার্সি গায়ে মাঠ মাতাতে দেখতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন