এবারের দল বদলের বাজারে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে একাধিক চমকপ্রদ খবর (Transfer Rumours)। ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে। মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিচ্ছেন জেমি ম্যাকলারেন। আপুইয়াকে নিয়েও মিলতে পারে আপডেট। এসবের পরেও বাকি থাকছে চমক।
Pritam Kotal: দল বদল করার পথে প্রীতম কোটাল?
মোহনবাগান সুপার, ইস্টবেঙ্গল এফসির পাশাপাশি চমক দিতে পারে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করা হয়েছে। গ্রেগ স্টুয়ার্টের জায়গা ভরাট করার পদক্ষেপ নিতে পারে ক্লাব।
ইন্ডিয়ান সুপার লিগে খেলে যাওয়া অন্যতম সেরা গোলস্কোরারদের মধ্যে একজন গ্রেগ স্টুয়ার্ট। বার্মিংহ্যাম সিটি, রেঞ্জার্সের প্রাক্তন এই ফুটবলার প্রচুর গোল করেছেন ভারতের মাটিতে। ইন্ডিয়ান সুপার লিগ খেলে একাধিক ব্যক্তিগত পুরস্কার পেয়েছেন তিনি। ডুরান্ড কাপ ২০২২-এ জিতেছিলেন গোল্ডেন বল। জামশেদপুর এফসি ও মুম্বই সিটি এফসির হয়ে জিতেছিলেন শিল্ড।
Signed.
Very good player. https://t.co/J87wRdAtcA
— Islanders Central (@islanderscentrl) June 21, 2024
ফের ধাক্কা খেতে পারেন East Bengal সমর্থকরা
ভারতকে বিদায় জানিয়ে তিনি যোগ দিয়েছিলেন স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাবে। গ্রেগকে ছাড়াই ইন্ডিয়ান সুপার লিগ কাপ ২০২৩-২৪ জিতেছিল মুম্বই সিটি এফসি। দিয়াজকে সামনে রেখে আক্রমণভাগে সাজিয়েছিলেন মুম্বই সিটি এফসির কোচ। সোশ্যাল মিডিয়ায় দাবি কর হয়েছে, গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নতুন কাউকে দলে নিয়ে আসতে চলেছে ক্লাব। ইতিমধ্যে নতুন ফুটবলার চূড়ান্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে, যদিও কারও নাম প্রকাশ্যে আসেনি। আগামী দিনের কথা ভেবে নতুন বিদেশি ফুটবলার যুক্ত করতে চলেছে মুম্বই সিটি এফসি।