ভারতে ‘তালাল ২.০’! আসছে আর্জেন্টাইন ফুটবলার

২০২৪-২৫ মরশুমের জন্য পঞ্চম বিদেশি সই (Transfer News) হিসেবে আর্জেন্টাইন মিডফিল্ডার নরবার্তো এজেকুয়েল ভিদালকে (Pulga Vidal) দলে নিশ্চিত করেছে পঞ্জাব এফসি (Punjab FC)। আর্জেন্টাইন (Argentina)…

pulga vidal

২০২৪-২৫ মরশুমের জন্য পঞ্চম বিদেশি সই (Transfer News) হিসেবে আর্জেন্টাইন মিডফিল্ডার নরবার্তো এজেকুয়েল ভিদালকে (Pulga Vidal) দলে নিশ্চিত করেছে পঞ্জাব এফসি (Punjab FC)। আর্জেন্টাইন (Argentina) এই খেলোয়াড় সবশেষ ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের ক্লাব পারসিতা তানগেরাংয়ের হয়ে খেলেছেন।

‘আমরা বাংলাদেশী নই…’, মোহনবাগানের কাছে কাতর আর্জি লাল-হলুদ সমর্থকদের

   

২৯ বছর বয়সী এই খেলোয়াড় আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কায় জন্মগ্রহণ করেছিলেন। মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হিসেবে খেলেন। ২০১১ সালে নিজ শহরের ক্লাব অলিম্পোর হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন। ক্লাবের সঙ্গে আট বছর কাটিয়েছেন, খেলেছিলেন ৪৫ ম্যাচ। একাধিক গোল করেছিলেন।

এজেকুয়েল ভিদাল আর্জেন্টিনার অ্যাটলেটিকো ইন্দিপেন্দিয়েন্তে, ইকুয়েডরের ডেলফিন এসসি এবং উরুগুয়ের অ্যাটলেটিকো জুভেন্টাডে লোনে ছিলেন। ২০১৯ সালে আর্জেন্টিনার প্রিমেরা বি দল সান মার্টিন এসজে-র হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। পরের বছর অ্যাটলেটিকো আলভারাদোর প্রতিনিধিত্ব করে ৩৭ ম্যাচে ৫ গোল করেছিলেন।

২০২২ সালে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিতা তানগেরাংয়ে সই করার আগে ইন্দিপেন্দিয়েন্তে রিভাদাভিয়ার সঙ্গে অল্প সময়ের জন্য যুক্ত ছিলেন। ক্লাবটিতে দুই মরসুমে ৬০ টি ম্যাচ খেলে ১৭ গোল করেছিলেন। মাদিহ তালালের জায়গায় এই আর্জেন্টাইন ফুটবলার মানিয়ে নিতে পারেন কি না এখন সেটাই দেখার। তালালের মতো ভিদালও আক্রমণভাগে বৈচিত্র নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে।

East Bengal সমর্থকদের জন্য সুখবর, প্রথম একাদশে স্টার প্লেয়ার

আপ ফ্রন্টে লুকা মাজসেন ও অন্য প্রান্তে নিহাল সুদিশ পঞ্জাব এফসির হয়ে মাঠে নামতে পারেন। ভিদালকে নম্বর টেন হিসেবে কাজে লাগানো হতে পারে। নিনথোই মিতেইকে রাইট উইং পজিশনে দেখা যেতে পারে।

পঞ্জাব এফসি-র টেকনিক্যাল ডিরেক্টর নিকোলাস তোপোলিয়াতিস জানিয়েছেন, ‘আসন্ন মরসুমে ভিদালকে দলে পেয়ে আমরা রোমাঞ্চিত। আমাদের মিডফিল্ডে আরও গতি ও সৃজনশীলতা যোগ করবে।’