Transfer News: দল বদলের পথে দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড!

Transfer News: এবারের ট্রান্সফার উইন্ডোতে অনেক ঘটনাই ঘটেছে। আগামী দিনেও হয়তো একাধিক সই কিংবা দল বদলের সাক্ষী থাকবে ভারতীয় ফুটবল।

Parthib Gogoi

Transfer News: এবারের ট্রান্সফার উইন্ডোতে অনেক ঘটনাই ঘটেছে। আগামী দিনেও হয়তো একাধিক সই কিংবা দল বদলের সাক্ষী থাকবে ভারতীয় ফুটবল। ইতিমধ্যে দল বদল যেমন হয়েছে, তেমনই চলছে দেদার জল্পনা। সম্প্রতি দেশের অন্যতম সেরা উদীয়মান ফরোয়ার্ডকে নিয়েও জল্পনা ছড়িয়েছে।

পার্থিব গগৈ (Parthib Gogoi) ভারতীয় ফুটবলে ধূমকেতুর মতো আবির্ভূত একটি নাম। অল্প সময়ের মধ্যে নিজের জাত চিনিয়েছেন। তাকে দলে নিয়ে সাড়া ফেলে দিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড। ২০২২ সালে নর্থ ইস্ট ইউনাইটেড পার্থিব গগৈকে নিজেদের ক্লাবে যুক্ত করেছিল। তার অন্তর্ভুক্তির পর উত্তর পূর্বের এই ক্লাবকে কেন্দ্র করে বেশ আলোচনা শুরু হয়েছিল ভারতীয় ফুটবল মহলে।

   

সম্প্রতি শোনা যাচ্ছে পার্থিব গগৈ দল বদল করার পথে রয়েছেন। ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে গুঞ্জন, দ্রুত হয়তো নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়তে চলেছেন কুড়ি বছর বয়সী এই ফরোয়ার্ড। গত মরসুমে দলের হয়ে কিছু গোলও করেছিলেন ৫ ফুট ৯ ইঞ্চির এই ভারতীয় ফুটবলার। নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে সই করার আগে পার্থিব গগৈ ছিলেন ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলার। সেখানেও বেশ কিছু ম্যাচে গোল করে ফুটবল প্রেমীদের নজরে পড়েছিলেন।

ভারতীয় ফুটবল সার্কিট সহ ইন্ডিয়ান সুপার লীগে যে কয়টি দল রয়েছে তাদের মধ্যে অন্যতম মজবুত ফ্যান বেস রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের। কিন্তু প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি দল। গত মরসুমেও ক্লাবের অন্দরে একাধিক সমস্যার কথা শোনা গিয়েছিল। বদল হয়েছিল কোচ। ক্লাবের প্রতি বিদেশি ফুটবলার সন্তুষ্ট নয়, এমনটাও শোনা গিয়েছিল। তার মধ্যেও পার্থিবের উপস্থিতি ক্লাবের জন্য ইতিবাচক। এবারের ট্রান্সফার উইন্ডোতে তিনি হয়তো দল বদল করছেন না।