Transfer News: মোহন-ইস্ট নয়, দল বদলের বাজারে সবাইকে টেক্কা দিচ্ছে মুম্বই!

জোর কদমে চলছে দল বদলের (Transfer News) বাজার। ভারতীয় ফুটবলের প্রায় সব দলই নিজেদের স্কোয়াড মোটামুটি গুছিয়ে নিয়েছে। কোন কোন ক্লাব কেমন দল গঠন করছে,…

transfer News

জোর কদমে চলছে দল বদলের (Transfer News) বাজার। ভারতীয় ফুটবলের প্রায় সব দলই নিজেদের স্কোয়াড মোটামুটি গুছিয়ে নিয়েছে। কোন কোন ক্লাব কেমন দল গঠন করছে, নতুন মরসুমে কাদের স্কোয়াড খাতায় কলমে অধিক শক্তিশালী সে ব্যাপারে চলছে জোর চর্চা। ইন্ডিয়ান সুপার লিগের জন্য এখনও পর্যন্ত কোন ক্লাব সবথেকে বেশি নতুন ফুটবলারকে সই করিয়েছে সেটা কি জানেন? এ ব্যাপারে অনেকটা পিছিয়ে রয়েছে বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ট্রান্সফার মার্কেটে মোহনবাগান সুপার জায়ান্ট সাড়া ফেললেও সংখ্যার বিচারে মুম্বই সিটি এফসির থেকে পিছিয়ে রয়েছে।

হেক্টর ইয়ুস্তেকে কেন সই করাল East Bengal FC? জানুন কারণ

   

কোন দলে ক’জন নতুন ফুটবলার?

বেঙ্গালুরু এফসি: লালথুয়ামাউইয়া রালতে, পেদ্রো ক্যাপো।

চেন্নাইয়িন এফসি: গুরকিরাত সিং, মন্দার রাও দেশাই, কিয়ান নাসিরি, উইলমার জর্ডান গিল, ড্যানিয়েল চিমা চুকভু, লালদিনপুইয়া, এলসিনহো, লুকাস ব্রাম্বিলা, মহম্মদ নওয়াজ, লালরিনলিয়ানা হামতে।

ইস্টবেঙ্গল এফসি: দিমিত্রিওস ডায়ামন্তকোস, ডেভিড লালহ্লাসাঙ্গা, মার্ক জোথানপুইয়া, মাদিহ তালাল, প্রভাত লাকড়া, দেবজিৎ মজুমদার, জিকসন সিং, হেক্টর ইয়ুস্তে।

মোহনবাগান সুপার জায়ান্ট: আপুইয়া, টম অলড্রেড, আলবার্তো রডরিগেজ, গ্রেগ স্টুয়ার্ট, জেমি ম্যাকলারেন, ধীরজ সিং।

East Bengal: ইস্টবেঙ্গলের এই একটি বিষয়ে প্রশংসা না করে পারলেন না প্যালেস কোচ

মহামেডান স্পোর্টিং ক্লাব: ফাহাদ তেমুরি।

নর্থইস্ট ইউনাইটেড: মায়াক্কান্নান মুথু, গুইলারমো ফার্নান্দেজ।

এফসি গোয়া: লারা শর্মা, ইকার গুয়ারোটসেনা, দেজান দ্রাজিচ, অ্যালান সাজি, সানাতোম্বা সিং ইয়াংলেম, আরমান্দো সাদিকু, বোরজা হেরেরা।

কেরালা ব্লাস্টার্স এফসি: লিকমাবাম রাকেশ, সোম কুমার, আর লালথানমাউইয়া, নোরা ফার্নান্ডেজ, নোয়া সাদাউই, আলেকজান্দ্রে কোয়েফ।

জামশেদপুর এফসি: শ্রীকুট্টান বনাম, অ্যালবিনো গোমস, অমৃত গোপ, সমীর মুর্মু, মোবাশির রহমান, স্টিফেন ইজে, জাভি হার্নান্দেজ, শুভম সারঙ্গি, অনিকেত যাদব, আশুতোষ মেহতা।

মুম্বই সিটি: ব্র্যান্ডন ফার্নান্ডেজ, টিপি রেহেনেশ, নৌফল পিএন, ড্যানিয়েল লালহলিমপুইয়া, জেরেমি মানজোরো, হার্দিক ভাট, জন তোরাল, সাহিল পানওয়ার, নিকোলাস কারেলিস, হিতেশ শর্মা, সুপ্রতিম দাস।