Transfer News: বিদেশের মাটিতে জয়সূচক গোল করা ভারতীয় করলেন দল বদল

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সই (Transfer News) করিয়ে নিল ২২ বছর বয়সী ডিফেন্ডার রবিন যাদব (Robin Yadav)। এক বছরের চুক্তিতে রবিনকে সই করিয়েছে ইন্ডিয়ান সুপার…

Transfer News north east united fc sign robin yadav

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সই (Transfer News) করিয়ে নিল ২২ বছর বয়সী ডিফেন্ডার রবিন যাদব (Robin Yadav)। এক বছরের চুক্তিতে রবিনকে সই করিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব। প্রাক্তন কোচ এবং বর্তমান নর্থইস্ট ইউনাইটেড সহকারী নওশাদ মুসার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক এই সইয়ের পিছনে অনুঘটকের কাজ করেছে। যাদব ব্যাকলাইনের একাধিক পজিশনে খেলতে পারেন।

মোহনবাগানকে নাস্তানাবুদ করতে গোলমেশিনকে মাঠে নামিয়ে দিল East Bengal

   

বছরের শুরুতে মালয়েশিয়ায় দু’টি প্রীতি ম্যাচে অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের সদস্য ছিলেন রবিন। গত মরসুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে ছ’টি ম্যাচ খেলেছেন। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলে শিরোনামে উঠে এসেছিলেন। দেশের বাইরে অনুষ্ঠিত ভারতীয় ফুটবলের প্রথম ঘরোয়া ফাইনালে কর্ণাটকের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন। তাঁর এই গোল রাজ্যের ৫৪ বছরের ট্রফি খরা কাটাতে করতে সহায়তা করেছিল। পরে সন্তোষ ট্রফির ফাইনালে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছিলেন।

East Bengal: ছাংতের ভাই ইস্টবেঙ্গলে?

যুক্তরাজ্যের প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপের অংশ ছিলেন। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রবিন যাদব নিজের প্রতিভা প্রদর্শন করেছিলেন। কেরিয়ারের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রবিন যাদব বলেছেন, ‘নর্থইস্ট ইউনাইটেড এফসি-তে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। ক্লাবের দৃষ্টিভঙ্গি আমার খুব ভাল লেগেছে। দলের সাফল্যে অবদান রাখার জন্য মুখিয়ে রয়েছি। সমর্থকদের সমর্থন এবং কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার সুযোগ আমাকে রোমাঞ্চিত করে। ক্লাবের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’