Transfer News: প্রীতম কোটাল পারি দিয়েছেন কেরালায়। চলতি মওসুমে ফুটবল প্রেমীরা দুই ভারতীয় তারকার দল বদলের সাক্ষী থাকলেন। মোহন বাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে হয়েছে সোয়াপ ডিল। কেরালা থেকে কলকাতায় এলেন সাহাল আব্দুল সামাদ, কলকাতা থেকে কেরালায় গিয়েছেন প্রীতম কোটাল।
অনেক কাঠখড় পোড়ানোর পর এই দল বদল হয়েছে বলে ফুটবল প্রেমীরা পরবর্তীকালে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে, কানাঘুষোর মাধ্যমে জানতে পারছেন। এই সোয়াপ ডিলের ফলে কোন দল বেশি লাভবান হল, আর কে নিল ভুল সিদ্ধান্ত সেটা পরে বোঝা যাবে। অনেকের বিচারে, এই ডিলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। অন্য দিকে কেরালা ব্লাস্টার্স দলের অন্দর এখনও কিছুটা অস্থির বলে শোনা যাচ্ছে।
সাহাল আব্দুল সামাদের মতো ইয়েলো ব্রিগেডের আরও একজন ফুটবলার নাকি দল বদল করতে ইচ্ছুক। তিনি হরমিপম রুইভা। আগেও শোনা গিয়েছিল যে হরমিপম দল বদল করার পথে রয়েছেন। অনেকে মনে করেছিলেন যে সোয়াপ ডিলে প্রীতম যাবেন কেরালায় এবং হরমিপম আসবেন কলকাতায়। শেষ পর্যন্ত তেমনটা হয়নি। বরং হরমিপমের বদলে সামাদ এসেছেন ভারতের ফুটবল মক্কায়।
সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী অন্য দলে যাওয়ার ব্যাপারে প্রচন্ডভাবে আগ্রহী হরমিপম রুইভা। তবে তাড়াহুড়ো করতে তিনি নারাজ। বরং আরও একটু দেখে নিতে চান। ট্রান্সফার উইন্ডো আপাতত খোলা রয়েছে। তাই আরও ভালো প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন মণিপুরের ২২ বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক। ফুটবল মহলে গুঞ্জন, প্রীতম কেরালা ব্লাস্টার্স ক্লাবে নিশ্চিত হওয়ার পর দল বদল করার ব্যাপারে মণিপুরী এই ফুটবলার আরও উৎসাহী হয়ে উঠেছেন। আদৌ তিনি দল বদল করবেন কি না সেটাও অন্যতম প্রশ্ন।