Transfer News: লিস্টন হয়তো মোহনবাগানেই

ATK Mohun Bagan
ইন্ডিয়ান সুপার লিগের সেরা একাদশে লিস্টন কোলাসো।

Transfer News: লিস্টন কোলাসোকে (Liston Colaco) নিয়ে জল্পনা কিছুতেই কাটছে না। আগামী মরসুমে তাকে সবুজ মেরুন জার্সিতে (Mohun Bagan) দেখা যাবে কি না সে ব্যাপারে এখনও রয়েছে প্রশ্ন। তারকাদের ভিড়ে তিনি কতটা সুযোগ পাবেন সে ব্যাপারে ফুটবল প্রেমীদের অনেকে সংশয় প্রকাশ করেছেন। যার ফলে তার দল বদলের সম্ভাবনা ক্রমে বৃদ্ধি পেয়েছে।

ট্রান্সফার উইন্ডো খোলার কিছু দিন পর থেকে শোনা যাচ্ছিল লিস্টন কোলাসো কলকাতা ছাড়তে পারেন। ওড়িশা এফসি দেশের অন্যতম সেরা এই উইঙ্গারকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী বলে আগেই শোনা গিয়েছিল। কোলাসোর দল বদলের সম্ভাবনা এখনও হয়তো রয়েছে। কিন্তু সম্ভাবনা এখন কতটা জোরালো সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে।

   

হায়দরাবাদ এফসিতে থাকার সময় নিজের ভূমিকায় খুব একটা খুশি ছিলেন না লিস্টন কোলাসো। এটিকে মোহন বাগান শেষ পর্যন্ত ভরসা রেখেছিল তার ওপর। তিনি ভরসার মর্যাদা রেখেছেন। ক্রমে নিজের ফুটবল প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছেন। তবে গত মরসুমে নিজের সেরা ছন্দে ছিলেন না লিস্টন। প্রথম একাদশে হয়ে পড়েছিলেন অনিশ্চিত। মরসুমের শেষ পর্বে একাধিক দৃষ্টি নন্দন গোল করে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। গোল করলেও টিম ম্যান হিসেবে তিনি কতটা পরিপক্ব হয়েছে সে ব্যাপারে প্রশ্ন উঠেছে বারংবার।

লিস্টনের ফর্ম সব সময় বজায় না থাকলেও বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্ডো তার ছাত্রের ওপর আস্থা রেখেছিলেন। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি তাতে আগামী দিনেও হুয়ান লিস্টনের প্রতি আস্থা রাখবেন বলে মনে করা হচ্ছে। অফ ফর্মে থাকলেও তিনি যে ভারতের অন্যতম সেরা উঠতি ফুটবলার সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে মোহন বাগান সুপার জায়ান্ট লিস্টন কোলাসো হয়তো নিজেদের স্কোয়াডে ধরে রাখবে, এমন সম্ভাবনা সম্প্রতি প্রবল হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন