Sunday, December 7, 2025
HomeSports NewsTransfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে 'ফ্রি-কিক মাস্টার'

Transfer News: মোহনবাগানকে হারিয়ে ট্রফি জেতা ক্লাবে ‘ফ্রি-কিক মাস্টার’

- Advertisement -

ফরাসি মিডফিল্ডার জেরেমি মানজোরোকে ফ্রি ট্রান্সফারে (Transfer News) সই করানোর কথা জানিয়েছে মুম্বই সিটি এফসি। ২০২৪-২৫ মরসুমের শেষ পর্যন্ত এই ক্লাবের জার্সি পরে মাঠে নামবেন মানজোরো। গত মরসুমে নিজের স্কিল ও ফ্রি কিক গোল করে ভারতী ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন জেরেমি।

মোহনবাগানের পর এবার East Bengal করল বড় ঘোষণা

   

৩২ বছর বয়সী জেরেমি মানজোরো ফ্রান্সের স্টেড ডি রেইমসের হয়ে তাঁর সিনিয়র পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন। বুলগেরিয়া, লিথুয়ানিয়া, কাজাখস্তান সহ বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। উয়েফা ইউরোপা লিগ, উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের মতো অভিজাত ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। লিথুয়ানিয়ান কাপ, কাজাখ কাপ এবং টানা দু’টি কাজাখ লিগ শিরোপা রয়েছে জেরেমির নামের পাশে।

জেরেমি মানজোরো ২০২৩ সালে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছিলেন। ২০২৩-২৪ মরসুমে ২৪ টি ম্যাচে দুটি সহায়তা সহ ছয়টি গোল করেছিলেন। নিখুঁত পাস এবং ফ্রি কিক মারার দক্ষতার জন্য নজর কেড়েছিলেন অল্প সময়ের মধ্যে। ভারতের মাটিতে অভিষেক মরসুমেই নিজের স্কিলের প্রমাণ দিয়েছেন এই ফরাসি ফুটবলার।

Mohun Bagan: আরও একটি বিষয়ে মোহনবাগানকে পিছনে ফেলেছে MCFC

মুম্বই সিটি এফসিতে যোগ দেওয়ার পর জেরেমি মানজোরো বলেছেন, ‘এখনও পর্যন্ত ভারতে আমার সময়টা উপভোগ করেছি এবং আরও এক মরসুম থাকার ব্যাপারে রোমাঞ্চিত। মুম্বই সিটি এফসি আইএসএলের অন্যতম সফল দল এবং তাদের শিরোপা জয়ের ইতিহাস রয়েছে। আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য এবং কোচ পেট্র ক্র্যাটকির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। আমার লক্ষ্য দলকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করা এবং ক্লাবে আরও ট্রফি এনে দেওয়া।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular