এবারের মত আইএসএল মরশুম শেষ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। শেষ ম্যাচে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান ক্লাব। যা নিয়ে কিছুটা হলেও হতাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে এই মরশুমে সুপার কাপ জয়ের সুবাদে এবার এএফসির টুর্নামেন্টে অংশ নেবে লাল-হলুদ শিবির।
সেইজন্য অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সবার আগে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তিবৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে লগ্মিকারী সংস্থা। যাদের মধ্যে রয়েছেন সাউল ক্রেসপো থেকে শুরু করে ক্লেটন সিলভার মতো ফুটবলারদের নাম।
পাশাপাশি নয়া ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। শোনা গিয়েছে, চেন্নাইন এফসি দলের তরুণ মিডফিল্ডার নিনথোই মেতেইয়ের সঙ্গে কথাবার্তা শুরু করেছে এই প্রধান। চলতি বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে চেন্নাইন দলের চুক্তি থাকলেও এখনো তা বাড়ানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি তার বর্তমান দল। সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে দলে নিতে চাইছে মশাল ব্রিগেড। যদিও এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি এই ফুটবলার। তবে কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে কথাবার্তা অনেকটাই ইতিবাচক থেকেছে তার। পাশাপাশি কাশ্মীরের ফুটবলারের দিকেও নজর রয়েছে লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের।
তিনি সাজাদ হুসেন। এই সিজনে সিংতোর হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন বছর কুড়ির এই ফুটবলার। প্রথমদিকে সেভাবে সুযোগ না পেলেও সময়ের সাথে সাথে প্রথম একাদশে নিজের স্থান পাকা করে নেন এই ফুটবলার। বলাবাহুল্য, এবারের এই আইএসএলে শুধুমাত্র একটি ম্যাচই জিততে পেরেছে হায়দরাবাদ। চেন্নাইন এফসির বিপক্ষে সেই একটি ম্যাচেই গোল করেছিলেন এই তরুণ ডিফেন্ডার। এবার তার সাথেও নাকি প্রাথমিক স্তরে কথাবার্তা শুরু করেছে ইমামি ম্যানেজমেন্ট। তবে নিজের চেনা পরিবেশ ছেড়ে আদৌ তিনি কলকাতায় পা রাখবেন কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।