গত মাসের শেষের দিকে নতুন কোচের নাম ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। স্টিফেন জামানার অবসান ঘটিয়ে আগামী দুই বছরের জন্য দলের দায়িত্ব নিয়েছেন কার্লোস কুয়াদ্রাত। কিছু বছর আগে যার হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। এবার তার উপরেই ভরসা রাখল ইস্টবেঙ্গল শিবির।
তবে কোচ নির্বাচন করেই থেমে থাকেনি কলকাতার এই প্রধান। সময় যতো এগিয়েছে দল বদলের বাজারে ততোই সক্রিয় হয়ে উঠেছে লাল-হলুদ। প্রথমদিকে ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর ও চেন্নাইন এফসি থেকে ইভান ভান্সপল কে নিশ্চিত করে কলকাতার এই প্রধান। পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স এফসির তারকা ফুটবলার নিশু কুমার ও প্রভসুখন গিলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে দল।
পরবর্তীতে কোচ কার্লোস কুয়াদ্রাতের সক্রিয়তায় বিদেশি নির্বাচনের কাজে হাত দেয় ইমামি ম্যানেজমেন্ট। প্রথমে হায়দরাবাদ এফসির বিদেশি তারকা জাভিয়ের সিভেরিও কে চূড়ান্ত করে লাল-হলুদ। তারপর সেই দল থেকেই বোরহা হেরেরা কে ও ছিনিয়ে নেওয়া হয়। যারফলে, সব মিলিয়ে মোট ৪ জন বিদেশি ফুটবলার এখন পর্যন্ত নিশ্চিত দলে। যাদের মধ্যে রয়েছেন গতবারের দুইজন। ক্লেটন সিলভা ও গঞ্জালেস। এবার আরও দুই বিদেশি কে চূড়ান্ত করার পালা।
এক্ষেত্রে রক্ষনভাগের তারকা ফুটবলার স্লাভকো ডামজানোভিচের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে ইমামি ম্যানেজমেন্ট। তবে বিকল্প হিসেবে অজি ফুটবলার দোনাচিকে ও দলে টানতে পারে ইস্টবেঙ্গল। তবে এসবের মাঝেই এবার সবাই কে চমকে দিয়ে ওডিশা এফসি থেকে সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপোকে প্রায় নিশ্চিত করে ফেলল লাল-হলুদ শিবির। যতদূর শোনা যাচ্ছে, আগামী দুই মরশুমের জন্য দলে আসছেন এই স্প্যানিশ তারকা।