Transfer News: জর্ডনের বিকল্প হিসেবে এবার এই তারকাকে দলে টানল ইস্টবেঙ্গল

Hijazi Maher

Transfer News: সমর্থকদের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের নয়া ডিফেন্ডারের নাম ঘোষণা করা দিল লাল-হলুদ শিবির। তিনি হিজাজি মাহের। বিগত কয়েক বছর ধরে জর্ডানের জাতীয় দলের হয়ে ফুটবল খেলে আসছেন এই তারকা ডিফেন্ডার। এবার তাকেই চূড়ান্ত করেছে কলকাতার এই প্রধান। যা নিঃসন্দেহে বড়সড় চমক হয়ে দাঁড়াল ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে।

Advertisements

উল্লেখ্য, নয়া মরশুমে কোচ কার্লোস কুয়াদ্রাতকে লাল-হলুদের দায়িত্ব দেওয়ার পর থেকেই নতুন করে সেজে উঠেছে গোটা দল। তার পছন্দ অনুযায়ী বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছিল ইমামি ম্যানেজমেন্ট। যার মধ্যে বোরহা-সিভেরিওর পাশাপাশি ছিলেন দুই তারকা ডিফেন্ডার তথা অজি তারকা জর্ডন এলসে ও স্প্যানিশ তারকা আন্তোনিও পার্দো লুকাস। এবারের আইএসএলে লুকাস খেলতে পারলেও এসিএল ইঞ্জুরির দরুন কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে অজি ডিফেন্ডারকে।

   

যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল লাল-হলুদের পক্ষে। তার অনুপস্থিতিতে প্রভাব আসতে শুরু করেছিল দলের পারফরম্যান্সে। স্বাভাবিকভাবেই জর্ডনের রিপ্লেস ফুটবলার খুঁজতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে বিগত কয়েক সপ্তাহ ধরে একাধিক নাম উঠে আসলেও শেষ পর্যন্ত হিজাজি মাহেরকে চূড়ান্ত করল মশাল ব্রিগেড। এবারের এই ইন্ডিয়ান সুপার লিগে জর্ডন এলসের রিপ্লেস হিসেবে খেলতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। তার আগমন লাল-হলুদ ডিফেন্সে যে বাড়তি শক্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে ইরাকের একটি প্রথম সারির দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই তারকা ডিফেন্ডারকে। গত মরশুমে প্রায় ২৮টির ও বেশি ম্যাচ খেলেছিলেন এই তারকা। দলের রক্ষনভাগ সামাল দেওয়ার পাশাপাশি একাধিক গোল করার ও নজির আছে বছর ছাব্বিশের এই ফুটবলারের। সেইসঙ্গে নিজের দেশের এফএ কাপ ও সুপার কাপ জেতার ও নজির আছে এই তারকা ফুটবলারের।