Transfer News: তরুণ উইঙ্গারকে ছেড়ে দিল বেঙ্গালুরু, যেতে পারেন আইএসএল জয়ী দলে

harmanpreet singh football

Transfer News: গত মরশুমের সমস্ত ভুল ক্রুটি কে দূরে সরিয়ে নিজেদের কে নতুন করে তুলে ধরতে মরিয়া প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। সেইমতো দেশী ও বিদেশী ফুটবলার থেকে শুরু করে প্রয়োজন মতো কোচ ও সাপোর্টিং স্টাফের ও বদল ঘটিয়েছে ক্লাব গুলি। তার ব্যাতিক্রম নয় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।

Advertisements

তবে কোচ বা সাপোর্টিং স্টাফদের বদল ঘটানো না হলেও দলের রক্ষনভাগ কে শক্তিশালী করতে বেশ কয়েকটি বদল আনে বেঙ্গালুরু এফসি। তার বদলে গত মরশুমে এটিকে মোহনবাগান দলে খেলে যাওয়া অজি তারকা স্লাভকো ডামজানোভিচ কে চূড়ান্ত করে ফেলে এই আইএসএল জয়ী দল। একইভাবে এটিকে মোহনবাগান দলে খেলে যাওয়া আরেক তারকা ফুটবলার তিরি কে পাল্লা দিয়ে দলে তুলে নেয় মুম্বাই সিটি এফসি।

   

একইভাবে দলের আক্রমণভাগে শক্তি বাড়াতে হায়দরাবাদ এফসির অন্যতম তারকা জাভির সিভেরিও কে চূড়ান্ত করে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়। বহু খেলোয়াড় কে দল থেকে ছেড়ে ও দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। গত মাসের শেষের দিকে মোট ১১ জন ফুটবলার কে বিদায় জানানো হয় তাদের তরফ থেকে। তার বদলে প্রভসুখান গিল থেকে শুরু করে একাধিক নয়া তারকা করে দলে তুলে নেয় ইস্টবেঙ্গল। একইভাবে সুযোগ বুঝে নিজেদের খেলোয়াড়দের ছাড়তে শুরু করে বেঙ্গালুরু এফসি। গত কয়েকদিন আগে দলের পুরোনো তারকা উদান্তা সিং কে ছাটাই করে দল। পরবর্তীতে তিনি যোগ দেন এফসি গোয়া দলে।

এবার সেই তালিকায় যুক্ত হল তরুন ফরোয়ার্ড হরমনপ্রীত সিংয়ের নাম। আজ তাকে দল থেকে রিলিজ করে দেয় বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। একটা সময় লাল-হলুদ শিবিরে তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় সমস্ত কিছু। বর্তমানে যা খবর আইএসএল জয়ী দল চেন্নাইন এফসিতে যুক্ত হতে পারেন এই ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements