Transfer Buzz: চিংলেসানাকে দলে আনার চেষ্টায় মোহনবাগান, পরিস্থিতি কোন পথে ?

Chinglensana Singh

Transfer Buzz: চলতি ফুটবল মরশুমে আনোয়ার আলী ছিটকে যাওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। রক্ষণভাগে যথেষ্ট প্রভাব পড়তে থাকে প্রত্যেক ম্যাচে। যার দরুন এ বছর এএফসি কাপের গ্ৰুপ

Advertisements

পর্বের শুরুতেই ছিটকে যেতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল দলের সমর্থকরা। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল মেরিনার্সদের‌। কিন্তু ম্যাচ যতই এগিয়েছে ততই চাপে পড়তে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। ইন্ডিয়ান সুপার লিগে তারা তিন ম্যাচে পরাজিত হতে হয়েছে তাদেরকে। বলতে গেলে প্রতি ম্যাচই একেবারে হতশ্রী অবস্থা দেখা দিয়েছিল মোহনবাগানের রক্ষণভাগের। আসলে আনোয়ার আলীর অনুপস্থিতি দলের মধ্যে যে এতটা প্রভাব গড়ে দেবে তা হয়তো ভাবতে পারেনি কেউ।

Advertisements

অজি ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে শুভাশিস বসুর মতো দেশীয় ডিফেন্ডাররা দলে থাকলেও প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকাতে কার্যত ব্যর্থ থেকেছে সবুজ-মেরুন। যার ফলে বারংবার প্রশ্ন উঠেছিল কলকাতা ময়দানের এই প্রধানের রক্ষণভাগ নিয়ে। সেই সাথে সকলের নজর ছিল আনোয়ার আলীর ফিরে আসার দিকে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত কয়েকদিন আগেই শহরে এসেছিলেন পাঞ্জাবের ফুটবলার। পরবর্তীতে দলের সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ওডিশায়। দলের সঙ্গে তাকে অনুশীলন করার সুযোগ দেওয়া হলেও এবারের সুপার কাপে হয়তো কোন ম্যাচেই দেখা যাবে না তাকে। পাশাপাশি এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো কে কাজে লাগিয়ে সমস্ত ভুলভ্রান্তি শুধরে নেওয়ার পরিকল্পনা নেয় ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়ে হায়দরাবাদ এফসি দলের ফুটবলার চিংলেসানা সিংয়ের দিকে। একটা সময় শোনা যায় যে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি নিজামের শহর ছেড়ে সবুজ-মেরুনের পথে পা দেবেন এই ডিফেন্ডার। তবে পরবর্তীতে তাকে ধরে নেওয়ার জন্য আসরে নেমে পড়ে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে চেন্নাইন এফসির মতো একাধিক দল। যার দরুনএকটা সময় পিছিয়ে পড়ে গতবারের আইএসএল জয়ীরা। তবে এবার ফের নতুন করে নাকি তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে বাগান ম্যানেজমেন্ট। আদৌ তিনি কোথায় যুক্ত হবেন তা চূড়ান্ত না হলেও আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।