Transfer Ban: বকেয়া না মিটিয়ে আবার শাস্তির কবলে ISL ক্লাব

Hyderabad FC

এক বছর যেতে না যেতেই আবারও ট্রান্সফার ব্যান। আপাতত নতুন কোনো ফুটবলারকে সই করাতে পারবে না হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। আগেও একবার বেতন সমস্যার কারণে ট্রান্সফার ব্যানের মুখে পড়েছিল ইন্ডিয়ান সুপার লীগের (ISL) এই ক্লাব।

Advertisements

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে নতুন করে লাগু করা ট্রান্সফার ব্যানের কথা। এক বছরেরও কম সময় আগে একই শাস্তির মুখে পড়েছিল হায়দরাবাদ এফসি। তখনও বেতন পুরোপুরি না মেটানোর অভিযোগ ছিল ক্লাবের বিরুদ্ধে। ফিফার কাছে অভিযোগ জানিয়েছিলেন বিদেশি ফুটবলার নেস্তর হেসুস।

   

ফিফার বিবৃতি তুলে ধরে প্রতিবেদনে লেখা হয়েছে, ফুটবলার ট্রান্সফার ও স্টেটাস সংক্রান্ত ফিফার ২৪ নম্বর ধারা অনুযায়ী নিয়ম ভঙ্গ করেছে ক্লাব। বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার পরেই হায়দরাবাদ এফসির ওপর থেকে ব্যান তোলা হবে। ফিফার পক্ষ থেকে অভিযোগকারী কোনো ফুটবলার বা ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে বর্থলোমিও ওগবেচের নাম শোনা যাচ্ছে।

Advertisements

ক্লাবের বিরুদ্ধে বেতন বকেয়া রাখার অভিযোগ সম্পর্কে সচেতন সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে থাকা এই ব্যান সম্পর্কে অ্যাসোসিয়েশন সদস্যদের AIFF অবগত করেছে বলে খবর। আশঙ্কা, একাধিক ফুটবলারের বেতন হয়তো ঠিক সময়ে দিতে পারেনি ক্লাব।