Transfer Alert: গোয়া ছেড়ে কেরালার পথে নোয়া সাদাউ

Transfer Alert: গত ২৯ এপ্রিল মুম্বাই এরিনায় আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলতে নেমেছিল এফসি গোয়া। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে তাদের। জর্জ…

Noah Sadaoui

Transfer Alert: গত ২৯ এপ্রিল মুম্বাই এরিনায় আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলতে নেমেছিল এফসি গোয়া। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছে তাদের। জর্জ পেরেইরার ও ছাংতের অনবদ্য গোলের পরিপ্রেক্ষিতে কার্যত কিছুই করার ছিলনা বোরহা হেরেরাদের। প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তা বজায় রাখা সম্ভব হয়নি।

যারফলে, এবারের ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে মানালো মার্কেজের দলকে। উল্লেখ্য, গত বেশ কয়েক মরশুম খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না গোয়ার এই ফুটবল ক্লাবের।

   

সেখান থেকেই দলকে এবার তুলে এনেছেন টুর্নামেন্টের সেমিফাইনালে। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা থাকবে সমর্থকদের। তবে খেতাব জয়ের দৌড়ে টিকে থাকার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হলো না। পরাজিত হতে হলো শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে। তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।

সেইমতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট। সেইমতো তাদের দলের তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এই ফুটবল ক্লাব। নেমিলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে‌। তাই সব দিক বিবেচনা করেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। সেখানেই শেষ নয়। আইলিগের বেশকিছু ফুটবলারদের দিকে ও নজর ছিল তাদের। গত কয়েক সপ্তাহ ধরেই রিয়াল কাশ্মীরের অন্যতম ফুটবলার মুহাম্মদ হামাদের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছিল গোয়া শিবির।

এসবের মাঝেই উঠে আসলো নয়া তথ্য। এবার গোয়া ছাড়তে চলেছেন নোয়া সাদাউ। এই মরোক্কান উইঙ্গারের হাত ধরে এবারের ফুটবল মরশুমে যথেষ্ট সাফল্য পেয়েছে গোয়া শিবির। একের পর এক কঠিন ম্যাচে জয় এনে দিতে সাহায্য করেছেন এই দাপটে ফুটবলার। শোনা যাচ্ছিল, নতুন সিজনে হয়তো এই দলে আর দেখা যাবে না সাদাউকে। সেটাই হলো এবার। জানা গিয়েছে, আগামী দুইটি সিজনের জন্য দক্ষিণের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন তিনি। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে কেরালা দলকে।