Subroto Cup is returning: ফিরছে ঐতিহ্যবাহী সুব্রতকাপ

Subroto Cup is returning

ফের শুরু হতে চলেছে দেশের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপ (subroto cup)। শুধুমাত্র ভারত নয় , তার পাশাপাশি এশিয়ার একাধিক দেশের স্কুল গুলো’কে নিয়ে এই ঐতিহ‍্যবাহী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে এবছর’ই,নিউদিল্লি’তে। বৃহস্পতিবার এই খবর জানিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

আগামী ১-১৭ ই অক্টোবর জুড়ে টুর্নামেন্টের ৬১ তম সংস্করণ’টি অনুষ্ঠিত হবে।মোট ৩ বিভাগের টুর্নামেন্ট আয়োজন করা হবে।, সাব জুনিয়র বয়েজ (অনুর্ধ্ব ১৪), জুনিয়র বয়েজ (অনুর্ধ্ব ১৭) এবং জুনিয়র গার্লস (অনুর্ধ্ব ১৭)।

Advertisements

২০১৯ সালে শেষ বারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট,চ‍্যাম্পিয়ান হয়েছিল মেঘালয়ের হোপওয়েল এলিয়াস হায়ার সেকেন্ডারি স্কুল
ঢাকার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে হারিয়ে।

১৯৬০ সালে প্রয়াত এয়ার মার্শাল সুব্রত মুখার্জির নামে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট।আয়োজকের ভূমিকায় থাকে ভারতীয় বিমানবাহিনী ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রক।