Mohun Bagan SG: কামিন্স-দিমিদের বিরুদ্ধে খেলবে ‘বেস্ট ডিফেন্ডার’!

সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এএফসি অভিযান। গ্ৰুপ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়বে সবুজ মেরুন ব্রিগেড। জেসন…

Shojae Khalilzadeh

সেপ্টেম্বরের ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এএফসি অভিযান। গ্ৰুপ পর্বেই কঠিন পরীক্ষার মুখে পড়বে সবুজ মেরুন ব্রিগেড। জেসন কামিন্স, দিমিত্রি পেত্ৰাতসদের রুখে দেওয়ার জন্য মাঠে উপস্থিতি থাকতে পারেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল সেন্টার ব্যাক।

   

সেট-পিসে বিপজ্জনক মোহনবাগানের AFC প্রতিপক্ষ

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ‘এ’ গ্ৰুপে রয়েছে ইরানের ট্রাক্টর এফসি (Tractor FC)। ট্রাক্টর এফসি এশিয়ান ফুটবলে বেশ জনপ্রিয় নাম। দেশের অন্যতম ধারাবাহিক ফুটবল ক্লাব। ইরানের জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছেন ট্রাক্টর এফসি-তে। স্কোয়াডের বেশিরভাগ ফুটবলার ইরানের। সোজাই খলিলজাদে (Shojae Khalilzadeh) স্কোয়াডের অভিজ্ঞ তারকা ফুটবলার। এশিয়ান টুর্নামেন্টে একাধিকবার সেরা ডিফেন্ডারের সম্মান পেয়েছেন তিনি।

পার্সেপোলিসের বিরুদ্ধে ট্রাক্টর এফসির সম্প্রতিতম ম্যাচে গোল করেছিলেন ট্র্যাক্টর এফসির সোজাই খলিলজাদে। মাঠের ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে গোল করেছেন ট্র্যাক্টর এফসির অভিজ্ঞ এই ডিফেন্ডার। সোজাই খলিলজাদে ইরানের জাতীয় দলের হয়ে বহু ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে একাধিক কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

যুবভারতীতে ইস্টবেঙ্গলের AFC চ্যালেঞ্জ লিগের ম্যাচ? সম্ভাবনা কতটা জানুন

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্ৰুপ পর্বে দু’বার সেরা ডিফেন্ডারের সম্মান পেয়েছিলেন সোজাই খলিলজাদে। ২০১৬ ও ২০১৯ সালে টুর্নামেন্টের গ্ৰুপ স্টেজের সেরা সেন্টার ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮ ও ২০২০ সংস্করণে পেয়েছিলেন বেস্ট ডিফেন্ডার পুরস্কার। ইরান প্রো লিগের সেরা সেন্টার ডিফেন্ডার হয়েছিলেন ২০১৮-১৯ মরসুমে। এছাড়া এই অভিজ্ঞ ইরানি ফুটবলারের ঝুলিতে রয়েছে সেরা গোল, সেরা পাস বাড়ানোর মতো একাধিক কৃতিত্ব।