HomeSports Newsদোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!

দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!

- Advertisement -

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে (AFC U23 Asian Cup Qualifiers) দুর্দান্ত সূচনা করেছে ভারত। প্রথম ম্যাচে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ এইচ আত্মবিশ্বাসের স্ফুরণ ঘটিয়েছে ব্লু কোল্টসরা (Indian Football Team)। এখন তাদের সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ এশিয়ান ফুটবলের অন্যতম শক্তি কাতার (Qatar)।

শনিবার (৬ সেপ্টেম্বর) দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং ভারতের ইতিহাস গড়ার এক বিরল সুযোগ। কারণ, এখন পর্যন্ত ভারত কখনই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারেনি।

   

কত নম্বরে খেলবেন সঞ্জু? গম্ভীরকে ‘বিরাট পরামর্শ’ ভারতীয় কিংবদন্তির

এদিনের কঠিন লড়াইয়ে ভারতের (Indian Football Team) যে তিন ফুটবলার সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন, তারা হলেন মহম্মদ সুহেল, লালরেমতলুয়াঙ্গা ফানাই এবং প্রমভীর। দেখে নেওয়া যাক, কেন এই তিনজন ভারতের স্বপ্ন পূরণের প্রধান কাণ্ডারি হতে পারেন।

মহম্মদ সুহেল (Muhammed Suhail) :

মাত্র ১৮ বছর বয়সেই ভারতীয় ফুটবলে নতুন আলো ছড়াচ্ছেন পাঞ্জাব এফসির তরুণ উইঙ্গার মহম্মদ সুহেল। বাহরাইনের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে যেভাবে গোল করেন, তা শুধুই দক্ষতার নিদর্শন নয়, বরং সাহস ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

সুহেলের গতি, বল নিয়ন্ত্রণ এবং ডিফেন্ডারের গতিবিধি বোঝার ক্ষমতা ভারতের আক্রমণভাগের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে কাতারের বিপক্ষে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচে একজন সাহসী ও রক্ষণ ভেদকারী খেলোয়াড়ের গুরুত্ব অপরিসীম, এবং সুহেল সেই ভূমিকায় একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

লালরেমতলুয়াঙ্গা ফানাই (Lalremtluanga Fanai) :

বেঙ্গালুরু এফসির তরুণ মিডফিল্ডার ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন তিনি ভারতীয় দলের ‘মিডফিল্ড জেনারেল’। বাহরাইনের বিরুদ্ধে ম্যাচে তাঁর প্রেস, ইন্টারসেপশন এবং পাসিং অ্যাকিউরেসি ছিল চোখে পড়ার মতো।

ফানাই মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বল কন্ট্রোল এবং গেম টেম্পো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কাতারের মতো পজেশনভিত্তিক ফুটবল খেলা দলের বিরুদ্ধে মাঝমাঠে বল কেড়ে নেওয়া এবং গেম ব্রেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় ফানাইয়ের উপস্থিতি ভারতের ভারসাম্য রক্ষা করবে বলেই মনে করা হচ্ছে।

প্রমভীর (Pramveer) :

পাঞ্জাব এফসির এই সেন্টার-ব্যাক ছিলেন ভারতের জয়ী শুরুর অন্যতম রক্ষাকবচ। বাহরাইনের ফরোয়ার্ডরা তাঁর সামনেই হোঁচট খেয়েছেন বারবার। ভারতের ডিফেন্স লাইন যে এতটা সংগঠিত এবং নির্ভরযোগ্য, তার পেছনে প্রমভীরের অবদান অনস্বীকার্য।

উঁচু লাইন বজায় রাখা, বল পজিশন থেকে খেলা শুরু করা এবং বিপক্ষের লং বল ঠেকানো সব দিক থেকেই তিনি কার্যকর। কাতারের আক্রমণভাগকে আটকে দেওয়ার দায়িত্বের বড় অংশটাই থাকবে এই তরুণ ডিফেন্ডারের কাঁধে। তাঁর রক্ষণাত্মক নেতৃত্ব এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা ভারতের ডিফেন্সে প্রাণ যোগাবে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে সরাসরি মূলপর্বে জায়গা মিলবে। আর সেরা চারটি দ্বিতীয় দলও পাবে সৌদি আরবে অনুষ্ঠিত মূলপর্বের টিকিট। সেই লড়াইয়ে কাতারের বিপক্ষে ম্যাচ ভারতের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতোই। তবে নওশাদ মুসার তরুণ সৈনিকরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন, তারা শুধুই প্রতিযোগিতায় অংশ নিতে আসেনি বরং ইতিহাস গড়তে এসেছে।

Top three players of Indian Football Team who can make an impact against Qatar in AFC U23 Asian Cup Qualifiers

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular