ভারতের ‘মরণ-বাঁচন’ ম্যাচে রইল সম্ভাব্য তিন রোমাঞ্চকর লড়াই

৪ সেপ্টেম্বর কাফা কাপে (CAFA Nations Cup 2025) ভারতীয় ফুটবল দল (Indian Football Team) গ্রুপ বি’র শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে (India vs…

Top three player battles to watch out for India vs Afghanistan in CAFA Nations Cup 2025

৪ সেপ্টেম্বর কাফা কাপে (CAFA Nations Cup 2025) ভারতীয় ফুটবল দল (Indian Football Team) গ্রুপ বি’র শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afghanistan)। এদিন ম্যাচ জিতলেই নিশ্চিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভারতের অংশগ্রহণ। এই মুহূর্তে খালিদ জামিলের (Khalid Jamil) দল পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও এখনও আশা রয়েছে শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার।

তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়ের পর ইরানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলেও ভারতীয় দল দেখিয়েছে লড়াকু মনোভাব। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ তাই হয়ে উঠতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই-ভোল্টেজ এক লড়াই। এদিন মূলত তিনটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ি দ্বৈরথ ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারে।

   

কান্তিরাভা নয়! বদলে কোথায় হল ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের ভ্যেনু?

১. ওমিদ মুসাভি বনাম ভালপুইয়া

সন্দেশ ঝিঙ্গান চোটের কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকবেন। সেই কারণে রাহুল ভেকে সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারেন এবং ডান দিকের রক্ষণ সামলানোর দায়িত্ব যেতে পারে মুম্বই সিটি এফসি’র উদীয়মান তারকা ভালপুইয়ার কাঁধে।

২৫ বছর বয়সি ভালপুইয়া যদিও আন্তর্জাতিক মঞ্চে বেশ নবীন, কিন্তু আইএসএলে শেষ দুই মরসুমে তার পারফরম্যান্স নজর কেড়েছে। তাকে সামলাতে হবে আফগানিস্তানের অন্যতম সেরা ফর্মে থাকা স্ট্রাইকার ওমিদ মুসাভিকে।

ইরানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গোল করা মুসাভি ভারতীয় রক্ষণভাগের জন্য বড় হুমকি। এই দুই খেলোয়াড়ের মধ্যে যিনি আধিপত্য স্থাপন করতে পারবেন, তিনিই ম্যাচে বড় প্রভাব ফেলতে পারেন।

দেশের মাটিতে শেষ ম্যাচ মেসির! ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা সহ ৫ দেশ

২. তৌফি স্কানদারি বনাম রাহুল ভেকে

প্রথম দুই ম্যাচে রাইট ব্যাকে রাহুল ভেকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে এবার সেন্টার ব্যাকে ফেরানো হতে পারে, যা তার স্বাভাবিক অবস্থান।

Advertisements

৩৪ বছর বয়সি ভেকে সামনে এবার থাকবেন আফগানিস্তানের বহু প্রতিভাবান ফরোয়ার্ড তৌফি স্কানদারি। কোচ ভিনচেঞ্জো আলবার্তো আন্নেসে তাঁকে ব্যবহার করছেন স্ট্রাইকার হিসেবে, যদিও তিনি একাধিক পজিশনে খেলতে পারেন।

এদিনের ম্যাচটি ভেকের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ। আর স্কানদারি যদি ছন্দে থাকেন, তাহলে ভারতের রক্ষণভাগকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

এশিয়া কাপের বাকি পাঁচ দিন, আচমকা ক্রিকেটকে ‘গুডবাই’ অভিজ্ঞ লেগস্পিনারের

৩. ইলিয়াস মানসোর বনাম আশিক কুরুনিয়ান

আফগানিস্তানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের একজন ইলিয়াস মানসোর। ইংল্যান্ডের মিলওয়াল এফসির অনূর্ধ্ব-২১ দলে খেলা এই মিডফিল্ডার আক্রমণাত্মক এবং দ্রুতগতির ফুটবল খেলে থাকেন।

ভারতের বাঁ দিক সামলানোর দায়িত্বে থাকা আশিক কুরুনিয়ান টুর্নামেন্টে কিছু সুযোগ তৈরি করলেও গোল বা অ্যাসিস্টে তার অবদান কম। আফগানিস্তানের বিরুদ্ধে তাকে আরও আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে।

মানসোরের ইউরোপিয়ান অভিজ্ঞতা ও গতিময় খেলা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, আশিকের গতির ওপর ভর করেই ভারত আক্রমণে ধার আনতে চাইবে।

ভারত বনাম আফগানিস্তান শুধুই এক গ্রুপ ম্যাচ নয়। সেখানে জিতলে নিশ্চিত হবে আরও একটি বড় ম্যাচ খেলার। এই তিনটি মুখোমুখি লড়াইয়ের ফলাফলে নির্ভর করবে ম্যাচের ভাগ্য এবং ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা। ভারতীয় সমর্থকরা আশাবাদী, এই দ্বৈরথে জিতে ফের নতুন ইতিহাস গড়বে ব্লু টাইগার্স।

Top three player battles to watch out for India vs Afghanistan in CAFA Nations Cup 2025