East Bengal: এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারী রাউন্ডে কাদের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল?

আগের মরশুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল(East Bengal)। শক্তিশালী ওডিশা এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে এই খেতাব জয় করেছে ক্লেটনরা। সেই সুবাদে আগত…

East Bengal Revives Playoff Aspirations, Defeating Jamshedpur FC in a Pivotal Victory

আগের মরশুমে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল(East Bengal)। শক্তিশালী ওডিশা এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে এই খেতাব জয় করেছে ক্লেটনরা। সেই সুবাদে আগত নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে এই ফুটবল দল। যা নিয়ে খুশি সমর্থকরা। সেজন্য গত আইএসএলের মাঝামাঝি সময় থেকেই দলকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিদেশি তারকা মাদিহ তালাল ও দিমিত্রি ডায়মান্টাকোস থেকে শুরু করে ভারতীয় তারকা ডেভিড লালাসাঙ্গা, দেবজিত মজুমদার ও প্রভাত লাকরার মতো ফুটবলারদের চূড়ান্ত করে ফেলেছে দল। যাদের মধ্যে আজ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে দিমিত্রিওসের নাম।

   

পাশাপাশি আরও বেশকিছু ফুটবলারদের দলে টানার পরিকল্পনা রয়েছে লাল-হলুদের। এবারের মরশুমে এএফসির টুর্নামেন্টের পাশাপাশি ক্লাব ফুটবলে ভালো পারফরম্যান্স করাই একমাত্র লক্ষ্য তাদের। এজন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের নির্দেশ মতো খেলোয়াড় সাইন করানোই অন্যতম লক্ষ্য ছিল লগ্নিকারী সংস্থার।

যতদূর জানা গিয়েছে, জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই সাইন করানো সমস্ত ‌ফুটবলারদের নাম ঘোষণা করবে ক্লাব। তারপর জুলাইয়ের শেষের দিকে ডুরান্ড কাপের মধ্য দিয়ে নতুন ফুটবল মরশুম শুরু হলেও তার আগেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে লাল-হলুদ শিবিরকে। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হতে চলেছে সকলের কাছে।

কিন্তু কাদের সাথে খেলতে হবে তাদের? পূর্বেই জানানো হয়েছিল যে এক্ষেত্রে জর্ডান থেকে শুরু করে কুয়েত এবং তুর্কমেনিস্তানের মতো ক্লাবের সম্মুখীন হতে হবে কলকাতার এই প্রধানকে। ঠিক এমনটাই হল এবার। যতদূর খবর, আগামী ১৪ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টু-এর প্রিলিমিনারী রাউন্ড খেলতে নামবে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। এক্ষেত্রে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তুর্কমেনিস্তানের ক্লাব আল্টাইন আশিয়ের। এই ম্যাচ জিততে পারলেই মূল পর্বে চলে যাবে মশাল ব্রিগেড।