SC East Bengal: আজ রাতেই কিছুটা স্বস্তি পেতে পারেন লাল-হলুদ সমর্থকরা

দুই দলের অবস্থাই তথৈবচ। ছিটকে গিয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে। তবুও প্রিয় দলের খেলায় চোখ রাখবেন সমর্থকরা (SC East Bengal)।  আজ…

SC East Bengal: আজ রাতেই কিছুটা স্বস্তি পেতে পারেন লাল-হলুদ সমর্থকরা

দুই দলের অবস্থাই তথৈবচ। ছিটকে গিয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে। তবুও প্রিয় দলের খেলায় চোখ রাখবেন সমর্থকরা (SC East Bengal)। 

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড। ইস্টবেঙ্গল নিয়ে এখন অহরহ আলোচনা । আগামী মরশুমে কী হতে পারে এই নিয়ে নানান জল্পনা। অন্য দিকে বোমা ফাটিয়েছিলেন খালিদ জামিল। ইউনাইটেডের কোচ হয়েও নাকি দলের রাশ নেই তাঁর হাতে। সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সরাসরি। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এদিনের ম্যাচটি গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।

১৮ ম্যাচে দশ পয়েন্ট পেয়ে এগারো নম্বরে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেড ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে। দুই পক্ষই চাইবে লিগের অন্তিম স্থান এড়াতে। তাই মান বাঁচানোর জন্য মরীয়া থাকবেন ফুটবলাররা। লাস্ট বয়ের তকমা এড়াতে পারলে কিছুটা হলেও স্বস্তি পাবেন সমর্থকরা। 

Advertisements
SC East Bengal
অনুশীলনে মারিও রিভেরার কড়া নজর।

ডিসেম্বরে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গল পরাজিত হয়েছিল হাইল্যান্ডারদের বিরুদ্ধে। ম্যাচ শেষ হয়েছিল ২-০ গোলে। প্রথম গোলটি করেছিলেন কেরলের ফরোয়ার্ড ভাডাক্কেপিডিকা সুহের ও অস্ট্রেলীয় ডিফেন্ডার প্যাট্রিক ফ্লোটম্যান দ্বিতীয় গোলটি করেছিলেন।

এসসি ইস্টবেঙ্গল সম্প্রতি লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও আপাতত বিফল।গত পাঁচটি ম্যাচে তারা লড়াই করলেও চারটির বেশি গোল করতে পারেনি। কিন্তু হজম করেছে ন’টি গোল। এদিনের ম্যাচে জ্যাকিচন্দ সিং ও অমরজিৎ সিং কিয়ামের অনুপস্থিত থাকতে পারেন। কারণ চোট সমস্যার কথা জানিয়েছেন কোচ মারিও রিভেরা।