CFL: ৩ ম্যাচে ২টো ক্লিনশীট, আরও ভাল খেলার আশায় কাজী

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024) শুরু হওয়ার আগে বাকি আর কয়েক দিন। টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলই নিজেদের প্রস্তুতি সেরে রাখছে। নতুন মরসুমের…

CFL

কলকাতা ফুটবল লিগ ২০২৪ (CFL 2024) শুরু হওয়ার আগে বাকি আর কয়েক দিন। টুর্নামেন্টে অংশ নিতে চলা সব দলই নিজেদের প্রস্তুতি সেরে রাখছে। নতুন মরসুমের সঙ্গে নতুন আশা নিয়ে মাঠে নামবেন ফুটবলাররাও। আরও ভাল খেলার ব্যাপারে আশাবাদী কাজী মহম্মদ নাদিশ।

   

Mohun Bagan: এটিকে’র পর মোহনবাগানেও হয়তো এই সুবিধা পাবেন মোলিনা

টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge Agragami) নিজেদের স্কোয়াড আপাদমস্তক নতুন করে তৈরি করেছে। গত মরসুমের অধিকাংশ ফুটবলারই এবার দলে নেই। কাজীকে দলে রেখেছেন ক্লাব কর্মকর্তারা। গত মরসুমে মাঠে নামার খুব একটা সুযোগ পাননি। শেষের দিকে হাতে গোনা কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তাতেই নিজের প্রতিভার পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন হাওড়ার মুন্সিরহাটের এই গোলরক্ষক।

কাজী জানিয়েছেন, “এই নিয়ে টালিগঞ্জ অগ্রগামীতে আমার দ্বিতীয় মরসুম হচ্ছে। গতবার খুব একটা খেলার সুযোগ পাইনি। শেষের দিকে কয়েকটা ম্যাচে মাঠে নেমেছিলেন। তিন ম্যাচ খেলে দুটোতে ক্লিনশিট রাখতে পেরেছিলাম। কালীঘাট এমএস, ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আমাদের ক্লিনশিট।”

CFL: হরিপালের প্রিয়ঙ্কর খেলেছেন গোয়ায়, এবারেও টালিগঞ্জে

কাজী মহম্মদ নাদিশ সুব্রত পালের ভক্ত। সুব্রত পালকে দেখেই গোলকিপার হওয়ার ইচ্ছা। ক্রমে এই পজিশনেই নিজের কেরিয়ার গড়ছেন। টালিগঞ্জ ছাড়াও একাধিক ক্লাবের হয়ে খেলেছেন কাজী। বাংলার হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৯ ন্যাশনাল ইয়ুথ লিগ, রাজস্থানের জিংক ফুটবল অ্যাকাডেমি, সিএফএল প্রিমিয়ার বি ডিভিশন খেলেছিলেন পাঠচক্রের হয়ে, বিধান স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছিল শিলিগুড়ি ফুটবল লিগ, সুরুচি সংঘের হয়ে অনূর্ধ্ব ২১ রিলায়েন্স ইয়ুথ লিগে অংশ নিয়েছিলেন। এছাড়াও ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে সিএফএল ফার্স্ট ডিভিশন খেলেছেন।