অস্ত্রোপচার সফল হল তিরি’র? কবে ফিরবেন তিনি মাঠে?

Atk Mohun Bagan

গোকুলামের বিরুদ্ধে এএফসি কাপের প্রথম ম‍্যাচে খেলাকালীণ হাঁটু’তে গুরুতর চোট পান মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার তিরি (Tiri)। লিগামেন্টের চোট এতোটাই ছিল যে সেই সময় জানিয়ে দেওয়া হয়েছিল অন্তত ৭-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর অপারেশন করাতে হয় তাকে।

আপাতত ভালো আছেন তিনি, সেই খবর নিজের ট‍্যুইট করে জানিয়েছেন। সবাইকে হ‍্যালো ! সার্জারি সফল হয়েছে। আপাতত রাস্তার প্রথম পাথরটি সরিয়েছি ।মাঠে ফিরবো আবার । শুভেচ্ছা এবং প্রার্থনার জন‍্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।’ ট‍্যুইট করে এমনটাই জানিয়েছেন তিনি। পরবর্তী সময়ে এটিকে মোহনবাগানের তরফে আহত ফুটবলার’কে শুভেচ্ছা জানানো হয়।

   

ডাক্তার’দের বক্তব্য অনুযায়ী এখনও আট নয় মাস মাঠের বাইরে থাকবেন তিরি। এরপর এই তারকা ডিফেন্ডার ক্রমশ অনুশীলন শুরু করতে পারবেন। তাই বলা যায় এবারের মতো ফুটবল মরশুম তার এখনই শেষ। তবে পরের মরশুম তিনি এটিকে মোহনবাগানে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন