ATK Mohun Bagan: এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিরি

Tiri

আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ছেড়ে অন‍্য কোনও ক্লাবে যোগদান করতে চলেছেন তিরি।এই মর্মে বিরাট জল্পনা তৈরী হয়েছিল।

চোট পেয়েছিলেন, তাই এটিকে মোহনবাগানে চলতি মরশুমে খেলা হয়নি তিরির।শোনা যাচ্ছিলো জানুয়ারি মাসে ফের এটিকে মোহনবাগান শিবিরে যোগদান করতে পারেন এই তারকা ফুটবলার।কিন্তু শোনা যাচ্ছিলো এটিকে মোহনবাগানে নাও ফিরতে পারে তিরি।মনে করা হচ্ছে তিরি সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলে মিউচুয়াল কন্ট‍্যাক্ট টার্মিনেট করতে পারেন।

   

তিরি এখনও ম‍্যাচ ফিট অবস্থায় আছেন কিনা, সেটা স্পষ্ট নয় এটিকে মোহনবাগানের টিম ম‍্যানেজমেন্টের কাছে। তাই তিরি কে নেওয়ার কোনও পরিকল্পনা নেই সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্ডোর,ওই সময় এমনটাই দাবি করা হয়েছিলো।

Tiri expressed his anger about leaving Mohun Bagan

এমন হাজারো জল্পনার মাঝে শেষ অবধি নিজেই নিরাবতা ভেঙে ট‍্যুইট করলেন তিরি। তার বক্তব্য, ” আমি বেশ কিছু জল্পনা দেখলাম আমাকে নিয়ে, যেখানে বলা হচ্ছে আমি এটিকে মোহনবাগান ছাড়ছি।আমি সবাইকে বলে দিতে চাই,এটিকে মোহনবাগানের সাথে আমার চুক্তি ২০২৩ সালের ৩১ শে মে অবধি।কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্যে নয়, জানুয়ারি মাসে আমি এটিকে মোহনবাগানে যোগ দেবো নিজের ছন্দে ফেরার জন্যে ।এরপর টিমের যদি আমাকে কোনও ভাবে প্রয়োজন হয়,তাহলে সেই দায়িত্ব পালনের জন্যে প্রস্তত আমি।আশা করছি, সবার সমস্ত প্রশ্নের জবাব দিতে পেরেছি।খুব শীঘ্রই দেখা হচ্ছে সবার সাথে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন