কলকাতা ২৫ সেপ্টেম্বর: বালির শহরে চলতি এশিয়া কাপে প্রত্যেকদিন নতুন মোড় (Asia Cup 2025)। টুর্নামেন্ট প্রায় শেষের দোরগোড়ায়। তবে এখন প্রশ্ন ফাইনালে করা মুখোমুখি হবে। গতকালের ম্যাচে পাকিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে মাত্র ৪ রানে হারিয়ে দিয়েছে। একমাত্র কামিন্দু মেন্ডিস ছাড়া আর কোনো ব্যাটারই পাক বোলারদের সামনে খাপ খুলতে পারেননি।
আসলে এই টুর্নামেন্টে গ্ৰুপ স্টেজে শ্রীলঙ্কা যে পারফরম্যান্স করেছে সুপার ফোরে তাদের দেখে একেবারেই আক্রমণাত্মক মনে হয়নি। উল্টো দিকে পাকিস্তানের দিকে যদি তাকাই তাহলে দেখব ভারতের বিরুদ্ধে নিজেদের ফর্ম দেখাতে না পারলেও শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে ফাইনালে যাওয়ার রাস্তায় তারা সামান্য এগিয়ে। আর বাংলাদেশকে হারিয়ে ভারত ইতিমধ্যেই ফাইনালে চলে গেছে।
পাক বোলাররা নিজেদের ছন্দে না থাকলেও সাহিবজাদা ফারহান এবং মহম্মদ নওয়াজকে বেশ আত্মবিশ্বাসী লাগছে। বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি এখনো তার ঝলক দেখতে পারেননি। এই টুর্নামেন্টে মাত্র এখনো পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন তিনি। মিস্ট্রি স্পিনার আবরারও ভালো ছন্দে আছেন। চলতি এশিয়া কাপে তার ইকোনমি ৪.৬৩।
গতকালের ম্যাচে হেরে বলাইবাহুল্য ফাইনালে যাওয়ার আশা শ্রীলঙ্কার প্রায় শেষ। যদিও তারা আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারতের সঙ্গে আগামী ২৬ সেপ্টেম্বর। আজ বাংলাদেশকে কার্যত দাঁড়াতে না দিয়ে ম্যাচ জিতে নিয়েছে অপ্রতিরোধ্য ভারত। তার সঙ্গে এই টুর্নামেন্টের ফাইনালে চলে গেছে। এই এশিয়া কাপে এখনও হারের মুখ দেখতে হয়নি তাদের।
ওপেনার হিসেবে অভিষেক শর্মা এবং শুভমান গিল জুটি অনবদ্য। অভিষেকের দখলে এই মুহূর্তে ২৪৮ রান। ভারতের ব্যাটিংয়ে গভীরতা থাকলেও অধিনায়ক সূর্য কুমার যাদব নিজের ছন্দে নেই। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত দাগ কাটতে পারেননি তিনি। তবে ভারতের বোলিং ইউনিট এই মুহূর্তে চোখে পড়ার মত। বুমরাহ তো আছেনই তার সঙ্গে কুলদীপ এখনো ১২ টি উইকেট সংগ্রহ করেছেন এবং তার সঙ্গে বরুন চক্রবর্তীও দারুন ছন্দে আছেন।
এই টুর্নামেন্টে ভারতীয় স্পিনের বিরুদ্ধে তেমন কেউ দাঁড়াতে পারেননি তাই এখনও ভারত চারটি দলের মধ্যে সবচেয়ে এগিয়ে। তাহলে এখন প্রশ্ন ফাইনালে ভারতের মুখোমুখি কে হবে। আজকের ম্যাচ থেকে যা দেখা গেল অধিনায়ক লিটন দাস আজ বাংলাদেশ দলে ছিলেন না। তার জায়গায় আজ অধিনায়ক হিসেবে খেলেছেন জাকের আলী।
ভারতীয় পর্যটকদের জন্য সুবিধা, কাতারে চালু হল QR কোড ভিত্তিক UPI পেমেন্ট
বাংলাদেশের ব্যাটিং ইউনিটে একমাত্র সাইফ হাসান ছাড়া কেউ তেমন ফর্মে নেই। বোলারদের মধ্যেও নেই তাসকিন আহমেদ। তাই এখন শুধু মুস্তাফিজুর রহমানই বাংলাদেশ বোলিংয়ের আশা ভরসা। তবে বেঙ্গল টাইগারদের আশা এখনও ফুরোয়নি আজ আবারও পাকিস্তানের মুখোমুখি হবে তারা এবং এই ম্যাচ হবে নক আউট ম্যাচ। তবে পারফরম্যান্সের তুল্যমূল্য বিচারে তারা যে কিছুটা হলেও বাংলাদেশের থেকে এগিয়ে আছে তা বলাই বাহুল্য। তাই সম্ভবত ফাইনালে আবার সূর্য বাহিনীর মুখোমুখি হবে শাহিন-ফারহানরা।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
