Hockey5s World Cup: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত

Hockey5s World Cup

প্রথমে নিউজিল্যান্ড তারপর দক্ষিণ আফ্রিকা। পরপর দুটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল ভারত। ২৬ জানুয়ারি রাতে হয়েছে সেমিফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকাকে ৬-৩ গোলে হারিয়েছে ভারতের মহিলা দল। আর একটা ম্যাচ জিতলেই ওমানে আয়োজিত ফাইভ সাইড হকি ওয়ার্ল্ড কাপ ২০২৪ (Hockey5s World Cup)চলে আসবে ভারতের কাছে।

Advertisements

সেমিফাইনালের শুরুতে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সমতা ফেরায় ভারত। তারপর ফের লিড নিয়ে নেয় প্রতিপক্ষ। ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শুরু হয় ভারতের আক্রমণ। এক সময় টিম ইন্ডিয়ার পর স্কোরলাইন হয় ৫-২। শেষ পর্যন্ত স্কোরলাইন দাঁড়ায় ৬-৩।

   

কোয়ার্টার ফাইনাল ম্যাচ
ওমানে আয়োজিত প্রতিযোগিতার শুরু থেকে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের মহিলা দল। শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেমেছিল ভারত। পাঁচ বনাম পাঁচের লড়াইয়ে প্রথমে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ০-১ গোলে পিছিয়ে পড়ে ভারত। এরপরেই ঘুরে দাঁড়ায় দল। পরপর এগারো গোল। নিউজিল্যান্ডকে ১১-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ভারতীয় মহিলা ব্রিগেড।

ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়েছিল ভারত। তারপর পলকের মধ্যে কাউন্টার অ্যাটাক। কয়েক সেকেন্ডে প্রতিপক্ষের রক্ষণ দূর্গের কাছে পৌঁছে যান ভারতের মেয়েরা। দেখতে দেখতে ছয় গোল। বিরতির আগে ৬-১ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর আরও পাঁচ গোল। গ্যালারিতে বেজে উঠেছিল চাক দে ইন্ডিয়া গান।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements