জামশেদপুরের বিরুদ্ধে এই তিন ফুটবলারকে পাচ্ছে না লাল-হলুদ শিবির

কথাতেই আছে একা রামে রক্ষা নেই ,আবার সুগ্রীব দোসর ! বর্তমান ইস্টবেঙ্গল দলের অবস্থা হয়েছে খানিকটা সেরকমই। বেশ কিছুদিন আগেই ব্যর্থতার সব দায় কাঁধে নিয়ে…

Three Key East Bengal Players Likely to Miss Upcoming Match Against Jamshedpur FC

কথাতেই আছে একা রামে রক্ষা নেই ,আবার সুগ্রীব দোসর ! বর্তমান ইস্টবেঙ্গল দলের অবস্থা হয়েছে খানিকটা সেরকমই। বেশ কিছুদিন আগেই ব্যর্থতার সব দায় কাঁধে নিয়ে দল ছেড়েছিলেন হেড কোচ কুয়াদ্রাত। ফলত আসন্ন ডার্বির আগেই বেশ কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এবার আসন্ন জামশেদপুর ম্যাচের (East Bengal vs Jamshedpur FC Team News) আগে চোটের জন্য তিন বিশেষ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না লাল-হলুদ শিবির। এই তিন ফুটবলার হলেন যথাক্রমে দিমিত্রিয়স দিয়ামন্ত্রাকস,মহম্মদ রাকিপ এবং হীরা মন্ডল। আজ সকালে লাল হলুদ শিবিরের অনুশীলনে অনুপস্থিত থাকতে দেখা যায় তাঁদের। সদ্য সিনিয়র দলে যোগ দেওয়া হীরা মন্ডল অনুশীলনের মধ্যভাগে উপস্থিত হলেও মাঠে নামেনি তিনি। এদিন বিনো জর্জ এন্ড কোম্পানির ফিজিওর সাথেই সময় কাটিয়েছেন তিনি।

আগামী ৫ অক্টোবর ইন্ডিয়ান সুপার লিগের(আইএসএল) চতুর্থ ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। আই এস এলের এ মরশুমে পরপর তিনটি ম্যাচ হেরে আপাতত হারের হ্যাটট্রিক করে ফেলেছ তাঁরা। গতবছর ‘মশালবাহিনী’কে কালিঙ্গা সুপার কাপ জেতানো কুয়াদ্রাতও এবছর ডুরান্ড এবং আইএসএলে দলের মধ্যে ‘কানেকশনের’ বীজ বপন করতে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা বিনো জর্জের তত্ত্বাবধানেই জেতার লক্ষ্যে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ ব্রিগেড। তবে আজকের অনুশীলনে মাঠে দেখা যায়নি বিগত আইএসএলের ‘নায়ক’ দিয়ামন্ত্রাকসকে। যদিও বেশ কিছুদিন ধরেই তিনি চোটের জন্য রিহ্যাবে রয়েছেন বলেই জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।

   

East Bengal: দল ছাড়ল তিন ফুটবলার, চিন্তায় লাল-হলুদ সমর্থকরা

দিমির পাশাপাশি এদিন বিনোর অনুশীলনে দেখা যায়নি রাকিব এবং হীরা মণ্ডলকে। যদিও এদিন অনুশীলনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল হলুদের জুনিয়র দল থেকে সদ্যই সিনিয়র দলে এসেছেন হীরা মণ্ডল। তবে তিনিও বেশ কিছুদিন আগে চোট পান। তাই এদিন অনুশীলনে উপস্থিত হলেও কোচ বিনো তাঁকে মাঠে নামতে দেননি। দলের ফিজিও এবং ডাক্তারদের সাথেই দেখা যায় তাঁকে। যদিও এদিন হীরার সাথে আলাদা করে কথা বলতেও দেখা যায় ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকারকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে আই এস এলের এবারের মরশুমে লিগ টেবিলের একেবারে তলদেশে রয়েছে ইস্টবেঙ্গল। তিনটি ম্যাচ খেলে এই মুহুতে কোনো পয়েন্টই অর্জন করতে পারেননি লাল -হলুদ শিবির। আজ অনুশীলনে সিনিয়র দলের তারকাদের পাশাপাশি বেশ কিছু জুনিয়র দলের সদস্যদেরও দেখা গেছে এদিন। সবমিলিয়ে জর্জের পরিকল্পনা আগামী ম্যাচে(East Bengal vs Jamshedpur FC Team News) কতদূর সফল হয় সেটা দেখতেই এখন মুখিয়ে রয়েছেন লাল-হলুদ সমর্থকরা।