বিকাশের দিকে নজর আইএসএলের তিন ক্লাবের

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথমদিকে হোঁচট খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই…

Mohammedan SC Bids Farewell to Coach Andrey Chernyshov, Welcomes Interim Coach Mehrajuddin Wadoo

দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথমদিকে হোঁচট খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তৃতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। অ্যাওয়ে ম্যাচে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। যারফলে একটা সময় কলকাতা ময়দানের বাকি দুই প্রধানের তুলনায় কিছুটা উপরে ছিল মহামেডান। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন।

সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে নতুন বছরের শুরু থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে আসার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় ছিনিয়ে সকলকে চমকে দিলে ও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। দ্বিতীয় লেগে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি হোক কিংবা মোহনবাগান। সকলের কাছেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। এমনকি আইএসএলের শেষ ম্যাচে ও আটকে যেতে হয়েছিল তাঁদের।

   

সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে পুরনো সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করতে মরিয়া এই ফুটবল দল। সেক্ষেত্রে দলের তরুণ মিডফিল্ডার বিকাশ সিংয়ের (Vikas Singh) সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবতে পারে সাদা-কালো ব্রিগেড। চলতি ফুটবল মরসুমের শুরুতে কেরালা ব্লাস্টার্স থেকে লোনের মধ্যে দিয়ে এই ভারতীয় তারকাকে দলে টেনেছিল মহামেডান। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। এই আইএসএলে দলের খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।

Advertisements

স্বাভাবিকভাবেই নতুন সিজনে তাঁকে নিতে আগ্রহী একাধিক ফুটবল ক্লাব। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই ব্ল্যাক প্যান্থার্সদের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে বিকাশ সিংয়ের। সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নিতে আগ্ৰহ প্রকাশ করছে ওডিশা এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু ও হায়দরাবাদ এফসির মতো ফুটবল ক্লাব। অন্যদিকে তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে আগ্ৰহী মহামেডান স্পোর্টিং। তাই শেষ পর্যন্ত আদৌ তিনি দল বদল করবেন কিনা এখন সেটাই দেখার।