India Women’s Squad: ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়লেন তিন তারকা

টিম ইন্ডিয়ার (India Women’s ODI Squad) বাইরে তিন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি একমাত্র টেস্ট জিতে ইতিহাস গড়েছে হরমনপ্রীত কৌরের দল। কিন্তু তার পরেই এখন ওয়ানডে…

India Women's ODI Squad Selection

short-samachar

টিম ইন্ডিয়ার (India Women’s ODI Squad) বাইরে তিন ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি একমাত্র টেস্ট জিতে ইতিহাস গড়েছে হরমনপ্রীত কৌরের দল। কিন্তু তার পরেই এখন ওয়ানডে সিরিজের পালা, যার জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। টেস্ট দলের তুলনায় ভারতের ওয়ানডে দলে ৩টি পরিবর্তন এসেছে। অর্থাৎ টেস্ট দলের ৩ জন খেলোয়াড় ছিলেন বর্তমানে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি।

   

সাদা বলের এই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনজন। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন রাজেশ্বরী গায়কওয়াড়, মেঘনা সিং এবং সতীশ শুভ। টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল এবং ওয়ানডে সিরিজের জন্য ১৬ জন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। রাজেশ্বরী, মেঘনা ও শুভর জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন আমানজোত, শ্রেয়ঙ্কা পাতিল ও মান্নাত। এই ৩ জন ছাড়া ওয়ানডে দলের বাকি খেলোয়াড়রা টেস্ট সিরিজের অংশ ছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহিলা ওয়ানডে দল:
ওয়ানডেতে টেস্টের মতোই হরমনপ্রীত কৌরের ওপরই থাকবে দলের নেতৃত্ব। তিনি ছাড়াও দলে রয়েছেন স্মৃতি মান্ধানা। জেমিমা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা শর্মা, আমানজোত, শ্রেয়ঙ্কা পাতিল, মান্নাত, সাইকা আইজ্যাক, রেণুকা সিং, তিতাস সাধু, পূজা বস্ত্রকর, স্নেহ রানা ও হরলিন দেওল।

ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৮ ডিসেম্বর থেকে। দ্বিতীয় ম্যাচ ৩০ ডিসেম্বর এবং তৃতীয় তথা শেষ ম্যাচ ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।