সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে চলমান বিরোধ কিছুতেই থামছে না। বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ অধিনায়ক ম্যাথিউসকে টাইম আউট করার পর মানুষ প্রতিনিয়ত তাদের মতামত প্রকাশ করছে। এরই মধ্যে ম্যাথিউসের ভাইয়ের বক্তব্যও সামনে এসেছে। তিনি বলছেন, সাকিব শ্রীলঙ্কায় এলে তাকে স্বাগত জানানো হবে না। শুধু তাই নয়, সাকিবকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হবে বলেও তিনি হুমকি দিয়েছেন।
৩৬ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথিউসের ভাই বলেছেন, ‘শ্রীলঙ্কায় সাকিব আল হাসানকে আর স্বাগত জানানো হবে না। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা লঙ্কা প্রিমিয়ার লিগ দেখতে এখানে এলে তার দিকে পাথর ছোঁড়া হবে। ‘
Angelo Mathews' brother said, "Shakib Al Hasan is not welcome in Sri Lanka. If he comes here to play any international or LPL, stones will be thrown at him". pic.twitter.com/em35OIWDti
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 8, 2023
গত ৬ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে বিশ্বকাপ ২০২৩-এর ৩৮তম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে সাকিব অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে সাজঘরের যাওয়ার পথ দেখিয়েছিলেন। এই ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে খবরের শিরোনামে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কেউ কেউ মনে করেন, নিয়ম অনুযায়ী সাকিব তার জায়গায় একেবারে সঠিক ছিলেন। একই সঙ্গে অনেকে মনে করেন, সাকিব খেলার স্পিরিটে আঘাত করেছেন। বাংলাদেশের বিপক্ষে সামারাবিক্রমার আউট হওয়ার পর ব্যাট করতে মাঠে নামেন ম্যাথিউস। কিন্তু হেলমেটে সমস্যা থাকার কারণে তখনই ক্রিজে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। এরপর ড্রেসিংরুম থেকে আরেকটি হেলমেট দাবি করেন তিনি।
মাঠে এত কিছুর মধ্যেই শান্তর পরামর্শে সাকিব আম্পায়ারের কাছে টাইম আউট করার আবেদন করেন। এরপর ম্যাথিউসকে টাইম আউট ঘোষণা করা হয়। ম্যাচ চলাকালীন আম্পায়ার ও ম্যাথিউসকেও সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা গেলেও বাংলাদেশ অধিনায়ক তার সিদ্ধান্তে অনড় ছিলেন।