ATK Mohunbagan: বাগানে প্রত‍্যাবর্তন করতে চলেছেন এই তারকা ফুটবলার

Mohunbagan_Tiri_liston

কলকাতা: ফের জামশেদপুর এফসিতে যোগদান করতে চলেছেন তিরি। এই খবর ঘিরে চাঞ্চল্য তৈরী হয়েছিল গোটা ময়দান পাড়ায়। পরবর্তী সময়ে এই সমস্ত জল্পনা অবসানের উদ্দেশ্যে খোদ নিজেই ময়দানে নামেন তিরি। জানিয়ে দিয়েছিলেন যতদিন তার চুক্তি রয়েছে ততদিন এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় তিরির করা এই পোস্ট আশ্বস্ত করেছিলো সকল সবুজ মেরুন ফ‍্যানেদের। দলের রক্ষণ ভাগের অন‍্যতম স্তম্ভ ক্লাবে থেকে যাওয়ায় দারুণ খুশি হয়েছিলেন তারা। এরপর সম্প্রতি এটিকে মোহনবাগানের জার্সি গায়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিরি লিখেছেন খুব শীঘ্রই আসছি আমি তোমাদের জন্যে।তার পোস্টে তার এটিকে মোহনবাগানে প্রত‍্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

   

Atk Mohun Bagan

তবে ঠিক কবে আসছেন তিনি, সেটা এখনও স্পষ্ট করেননি তিনি।তবে ময়দানে জোর গুঞ্জন জানুয়ারি মাসেই তিরি প্রত‍্যাবর্তন করবেন এটিকে মোহনবাগানে। নিঃসন্দেহে তিরির পুনরায় আগমনে ফের শক্তিশালী হবে বাগানের ডিফেন্স লাইন আপ, সে কথা বলাই বাহুল‍্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন