ATK Mohun Bagan: বাগানে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার

এএফসি কাপে খেলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন মোহনবাগান ফুটবলার (ATK Mohun Bagan) তিরি। তার চোটের পরিমাণ ছিল এতোটাই যে দেশে ফিরে যেতে একপ্রকার বাধ‍্য হয়েছিলেন বলা চলে

ATK Mohun Bagan draw against Mumbai City FC

এএফসি কাপে খেলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন মোহনবাগান ফুটবলার (ATK Mohun Bagan) তিরি। তার চোটের পরিমাণ ছিল এতোটাই যে দেশে ফিরে যেতে একপ্রকার বাধ‍্য হয়েছিলেন বলা চলে। এরপর স্পেনে তার ট্রিটমেন্ট চলে।

Advertisements

অপারেশনের পর ক্রমশ সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন সম্পূর্ণ ভাবে সুস্থ এই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি তার ডিসচার্জ সার্টিফিকেট পেয়েছেন ইতিমধ্যে। নিঃসন্দেহে এই খবর আনন্দ দেবে সকল সবুজ মেরুন ভক্তদের।

Advertisements

আরও খেলার খবর: ATK Mohun Bagan: হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারের দিকে নজর আছে মোহনবাগানের

এখানে জানিয়ে রাখি এই ডিসচার্জ সার্টিফিকেটের অর্থ অপারেশনের পর এখন পুরোপুরি সুস্থ তিরি। তার খেলার মাঠে ফিরতে আর কোনও সংশয় নেই এখন।ফিরতে পারবেন প্রতিযোগীতা মূলক ফুটবলে। অর্থাৎ তিরি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এবং কলকাতায় ফিরে এটিকে মোহনবাগানে যোগদান করতে আর কোনও রকম সমস্যা নেই তার।

আরও খেলার খবর: ATK Mohun Bagan: লা লিগা মাতানো ফুটবলার আসতে পারে মোহনবাগানে

তিরির না থাকার ফল এই মরশুমে খুব ভালো ভাবে টের পেয়েছে এটিকে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের আসরে সবুজ মেরুন শিবিরের ডিফেন্সের হাল বেহাল হয়ে পড়েছিলো। এটিকে থেকে যাত্রা শুরু করেছিল তিরি, সবুজ মেরুন শিবিরে তার খেলার অভিজ্ঞতা প্রচুর। তাই বছরের শুরুতে তিরির এটিকে মোহনবাগানে প্রত‍্যাবর্তন একটা খুবই ইতিবাচক একটা বিষয় বলা যায়।