এর আগে শোনা যাচ্ছিল স্প্যানিশ ফুটবলার Aridai Cabrera কে প্রি কন্ট্রাক্ট পাঠিয়েছে ইস্টবেঙ্গল। তবে সূত্রের খবর অনুযায়ী চলতি সপ্তাহের মধ্যেই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেবেন তিনি। তিনি হতে চলেছে চলতি মরশুমে ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে তার নাম।
Advertisements
২০২১ সালে ক্যাবেরা খেলেছিলেন ওড়িশা এফসির হয়ে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ১৭ টা ম্যাচ খেলেছিলেন।করেছিলেন ৫ টি গোল।গোল করিয়েছিলেন একটি।
Advertisements
এর আগে স্পেনের RCD Mallorca , Girona, Betis B, CE L’Hospitalet, CE Sabadell, Huracan, Cultural Leonesa, UD Las Palmas এ খেলেছিলেন এই স্প্যানিশ উইংগার।RCD Mallorca – র হয়ে দুটো লা লিগার ম্যাচেও খেলতে দেখা গেছে তাকে। এখনও অবধি কেরিয়ারের ৪২০ টা ম্যাচ খেলেছিলেন ক্যাবেরা।করেছেন ৮৬ টি গোল এবং ১৩ টি গোল করিয়েছিলেন।


