Prakash Chandra Poddar: জাতীয় আঙিনায় ধোনির আবিষ্কর্তা এই ব্যক্তি, ধরাধাম ছাড়লেন নিঃশব্দে

Prakash Chandra Poddar

ইস্টবেঙ্গল ক্লাব তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রকাশ চন্দ্র পোদ্দার (Prakash Chandra Poddar) গত ২৯ শে ডিসেম্বর ২০২২ এ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। পি.সি.পোদ্দার ১৯৬০ থেকে ৭৭ এর মধ্যে বাংলার হয়ে ৭৪ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন। ১১ টি সেঞ্চুরি সহ রান করেছিলেন ৩৮৩৬, শুধু ব্যাট নয়, তিনি দলের প্রয়োজনে বোলিং এবং উইকেটকিপিং ও করেছিলেন।

Advertisements

২০০৩ এ তিনি যখন বিসিসিআই এর ট্যালেন্ট রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার হিসেবে নতুন প্রতিভা অন্নেষণের কাজ করছিলেন, তখন একটি ম্যাচে মহেন্দ্র সিং ধোনিকে দেখে তাঁর পছন্দ হয়ে যায়। মূলত তাঁর প্রস্তাবেই ধোনির জাতীয় ক্রিকেট একাডেমিতে যাওয়ার এবং সেখান থেকে ২০০৩-০৪ এর মরসুমে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলা।

Advertisements

তাঁর প্রয়াণে বাংলার ক্রিকেটের একটি যুগের অবসান হলো। আমরা তাঁর প্রয়াণে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে জানাই সমবেদনা। প্রকাশ চন্দ্র পোদ্দারের প্রয়াণে ক্লাব পতাকা অর্ধনমিত রাখা হয়।